আপনার ফোনে হাই স্পিড Airtel 5G ইন্টারনেট ব্যবহার করতে চান? এই সেটিংস বদলালেই কেল্লাফতে

যেকোনও বড় ফাইল ডাউনলোড করার জন্য উচ্চ গতির 5G পরিষেবা দেয় Airtel। অনলাইন ভিডিয়ো স্ট্রিমিং হোক কিংবা ভারী সফটওয়্যার কিংবা গেমিং। যদি এই নেটওয়ার্কে সুইচ করে থাকেন, তাহলে কিভানে অ্যাক্টিভেট করতে হবে জেনে নিন।

Suvrodeep Chakraborty 23 Dec 2024 1:06 PM IST

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Airtel, যাদের গ্রাহক সংখ্যা 38 কোটি। ইতিমধ্যে অধিকাংশ শহরে 5G চালু করেছে কোম্পানি। আপনি যদি দুর্বল ইন্টারনেট গতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কীভাবে 5G-তে আপগ্রেড করবেন জেনে রাখুন। কোম্পানির দাবি অনুযায়ী, 4G এর থেকে 5G প্লাস 30 গুন গতিতে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম।

Airtel 5G প্লাসে কেন সুইচ করবেন?

কোম্পানির দাবি, এই পরিষেবায় উচ্চ গতিতে ইন্টারনেট পাওয়া যাবে। অনলাইন ভিডিয়ো স্ট্রিমিং, ডাউনলোড, গেমিং কিংবা ভারী সফটওয়্যারে কাজ, সবকিছুই নিশ্চিন্তে করা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই সিস্টেমেই নির্বিঘ্নে কাজ করে এয়ারটেল 5G প্লাস।

Android ডিভাইসে Airtel 5G যেভাবে চালু করবেন

প্রথমে ফোনের সেটিংসে গিয়ে WiFi and Network অপশনে ট্যাপ করুন।

তারপর Sim and Network Setting এ ক্লিক করুন।

এখানে Sim Card এ ট্যাপ করে Preferred Network Type অপশনে ক্লিক করুন।

5G/4G/3G এর মধ্যে 5G সিলেক্ট করুন।

ফোন রিস্টার্ট করে 5G পরিষেবা উপভোগ করুন।

মনে রাখবেন, এই সুবিধা পাওয়ার জন্য আপনার ফোনে 5G ব্যান্ড থাকতে হবে।

iPhone এ Airtel 5G যেভাবে চালু করবেন

সেটিংস অ্যাপ ওপেন করে Mobile Data অপশনে ক্লিক করুন।

তারপর Mobile Data অপশনগুলিতে যান।

এবার Voice and Data ট্যাবে ক্লিক করুন।

উচ্চ গতির জন্য 5G Auto বাছতে পারেন অথবা স্ট্যান্ডার্ড গতির জন্য 5G On বাছতে পারেন।

তারপর ফোন রিস্টার্ট করে 5G পরিষেবা উপভোগ করুন।

বর্তমানে, সমস্ত নতুন আইফোন মডেলগুলি সংশ্লিষ্ট 5G ব্যান্ডের সঙ্গে পাওয়া যায়।

Show Full Article
Next Story