সিম কার্ড না লাগিয়েই নম্বর ব্যবহার করুন, আপনার Jio, Airtel, Vi সিম কে মুহুর্তে বানান e-SIM

আপনি যদি কোনও প্রিমিয়াম স্মার্টফোন কিনে থাকেন, তাহলে তাতে কোনও ফিজিক্যাল সিম কার্ড নাও রেখে নম্বর ব্যবহার করতে পারেন।...
Julai Modal 18 Sept 2022 2:42 PM IST

আপনি যদি কোনও প্রিমিয়াম স্মার্টফোন কিনে থাকেন, তাহলে তাতে কোনও ফিজিক্যাল সিম কার্ড নাও রেখে নম্বর ব্যবহার করতে পারেন। ই-সিম (e-SIM) এর কারণে এই সুবিধা ভোগ করা যায়। যদিও সমস্ত ফোনে এই সুবিধা উপলব্ধ নেই। তবে Samsung, Xiaomi, Apple ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে ই-সিম সাপোর্ট সহ নিয়ে আসছে। এবার আপনি ভাবতেই পারেন যে, তাহলে এখন ব্যবহৃত ফিজিক্যাল সিমের কি হবে? জানিয়ে রাখি, আপনি আপনার বিদ্যমান ফিজিক্যাল সিম কার্ডটিকে ই-সিমে রূপান্তর করতে পারেন।

ভারতে e-SIM এর ব্যবহার অন্যান্য দেশের মতো জনপ্রিয় নয়, তবে টেলিকম কোম্পানিগুলি এই সুবিধা সরবরাহ করছে। তাই আপনি একটি নতুন ই-সিম নেওয়ার পাশাপাশি, বিদ্যমান ফিজিক্যাল সিম কার্ডকেও e-SIM -এ রূপান্তর করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন টেলিকম সংস্থার গ্রাহকরা কিভাবে এই সুবিধা পাবে।

Airtel গ্রাহক হলে কিভাবে e-SIM এর জন্য আবেদন করবেন

আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হন, তাহলে প্রথমে আপনাকে "eSIMregistered email ID" লিখে ১২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এবার আপনি এই নম্বর থেকে একটি মেসেজ পাবেন, যার উত্তরে আপনাকে "১" পাঠিয়ে নিশ্চিত করতে হবে যে আপনি ই-সিম ব্যবহার করতে চান। এর পরে, আপনাকে এয়ারটেলের প্রতিনিধি কল করবে। তারপর পরিচয় নিশ্চিত হলে ই-সিমের QR কোড আপনার ইমেল আইডিতে পাঠানো হবে। এই QR কোড স্ক্যান করার পরে, আপনি ই-সিম ব্যবহার শুরু করতে সক্ষম হবেন।

Reliance Jio গ্রাহকরা কিভাবে ফিজিক্যাল সিম কার্ড থেকে e-SIM পাবেন

রিলায়েন্স জিও ব্যবহারকারীদের তাদের ডিভাইসের সেটিংসে যেতে হবে এবং ৩২-সংখ্যার EID এবং ১৫-সংখ্যার IMEI নম্বরটি নোট করতে হবে। এর পরে "GETESIM<32 digit EID><15 digit IMEI>" লিখতে হবে এবং ১৯৯ নম্বরে মেসজ পাঠাতে হবে। এর পরে একটি ১৯-সংখ্যার ভার্চুয়াল ই-সিম নম্বর এসএমএস এবং নিবন্ধিত ইমেল আইডিতে পাঠানো হবে। যারপর ফের "SIMCHG<19 digit e-SIM number>" লিখে ১৯৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

Vi গ্রাহকরা কীভাবে পুরানো নম্বরের e-SIM পাবেন

ভিআই বা ভোডাফোন আইডিয়া গ্রাহকদের তাদের নম্বর থেকে "eSIMregistered email ID" লিখে ১৯৯ নম্বরে মেসেজ পাঠাতে হবে। পরবর্তী মেসেজে নিশ্চিতকরণ দেওয়ার পরে, নিবন্ধিত ইমেল আইডিতে ব্যবহারকারীদের ই-সিম-এর QR কোড পাঠানো হবে। এই QR কোডের সাহায্যে, ডিভাইসের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ই-সিম-এর ব্যবহার শুরু করা যেতে পারে।

Show Full Article
Next Story