200 টাকার কমে Jio দিচ্ছে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা, রিচার্জ করুন এই প্ল্যান
জিও গ্রাহকদের কাছে 199 টাকার আরেকটি প্ল্যান রিচার্জ করার বিকল্পও রয়েছে। এখানে 18 দিনের বৈধতা সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়।
টেলিকম অপারেটর রিলায়েন্স জিওর ভারতে বৃহত্তম ইউজারবেস রয়েছে এবং গ্রাহকদের জন্য সংস্থাটি বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। এমনকি আপনি যদি এই মূল্যবৃদ্ধির যুগেও 200 টাকার কমে রোজ 2 জিবি ডেটা সহ আনলিমিটেড কল ও অন্যান্য সুবিধা চান তাও Jio-র কাছে উপলব্ধ। শুধু 2 জিবি ডেটা নয়, আপনার অঞ্চলে 5G নেটওয়ার্ক থাকলে এবং আপনার কাছে 5G ফোন থাকলে আপনি আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারেন।
কারণ Jio নির্বাচিত প্রিপেড প্ল্যানের সাথে গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটার সুবিধা দিচ্ছে। এক্ষেত্রে রোজ 2 জিবি বা তার বেশি ডেটা প্ল্যানের সাথে এখন এই সুবিধা পাওয়া যায়। যেহেতু 200 টাকার কমের এই প্ল্যানের সাথেও 2 জিবি ডেটা দেওয়া হয়, তাই এখানেও আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।
Jio-র সবচেয়ে সস্তা দৈনিক 2 জিবি ডেটা প্ল্যান
আমরা এতক্ষণ রিলায়েন্স জিও-র যে প্ল্যানের কথা বলছি তার দাম 198 টাকা। এখানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়। ব্যবহারকারীরা এখানে প্রতিদিন 100 টি এসএমএস পাঠাতে পারবেন এবং এই প্ল্যানের সাথে, যোগ্য গ্রাহকরা সীমাহীন 5G ডেটার সুবিধা পাবেন। আবার এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন।
জিও গ্রাহকদের কাছে 199 টাকার আরেকটি প্ল্যান রিচার্জ করার বিকল্পও রয়েছে। এখানে 18 দিনের বৈধতা সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া রোজ 100 টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও দেওয়া হচ্ছে।
জিও গ্রাহকদের কাছে 199 টাকার আরেকটি প্ল্যান রিচার্জ করার বিকল্পও রয়েছে। এখানে 18 দিনের বৈধতা সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়।