Airtel গ্রাহকদের জন্য সুখবর, এই রিচার্জ প্ল্যানগুলির সাথে বিনামূল্যে Zee5 এর সমস্ত ভিডিও দেখার সুযোগ

Airtel সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Zee5 এর সাথে চুক্তি করেছে। সংস্থার গ্রাহকরা ওয়াইফাই প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে Zee5 এর কনটেন্ট দেখতে পারবেন। 699 টাকা থেকে শুরু হওয়া Airtel এর ওয়াইফাই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা এই সুবিধা পাবেন।

Ankita Mondal 26 Dec 2024 9:46 PM IST

Airtel সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Zee5 এর সাথে চুক্তি করেছে। সংস্থার গ্রাহকরা ওয়াইফাই প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে Zee5 এর কনটেন্ট দেখতে পারবেন। 699 টাকা থেকে শুরু হওয়া Airtel এর ওয়াইফাই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা এই সুবিধা পাবেন। ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, এতে দেড় লক্ষ ঘণ্টা পর্যন্ত ভিডিও কনটেন্ট রয়েছে।

উল্লেখ্য, এয়ারটেল গ্রাহকরা পাঁচটি প্ল্যানের সাথে এই সুবিধা পাবেন। 699 টাকার প্ল্যান ছাড়াও 899 টাকা, 1099 টাকা, 1599 টাকা এবং 3999 টাকার ওয়াইফাই প্ল্যান রিচার্জ করলেও গ্রাহকরা Zee5 সাবস্ক্রিপশন পাবেন। আসুন প্ল্যানগুলির সুবিধা দেখে নেওয়া যাক।

পাবেন একাধিক OTT পরিষেবা

এয়ারটেল গ্রাহকরা 699 টাকা এবং 899 টাকার প্ল্যান রিচার্জ করলে Disney+ Hotstar বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এছাড়া 1099 টাকার প্ল্যানের সাথে বিনামূল্যে Amazon Prime এর অ্যাক্সেস পাওয়া যাবে। আবার কোম্পানি 1599 টাকার এবং 3999 টাকার প্ল্যানের সাথে বিনামূল্যে Netflix দেখার সুবিধা দিচ্ছে। শুধু তাই নয়, এই প্ল্যানগুলির সাথে এয়ারটেল এক্সস্ট্রিমের বেনিফিট পাওয়া যাবে, যেখানে 20 টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে।

বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশন ছাড়াও, এয়ারটেলের ওয়াইফাই প্ল্যানগুলির সাথে বিভিন্ন স্পিডের ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়। ব্যবহারকারীরা 40 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিডের সুবিধা নিতে পারবেন। আবার এয়ারটেল গ্রাহকরা 350 টিরও বেশি এইচডি এবং এসডি টিভি চ্যানেল দেখার বিকল্প পাবেন। এই প্ল্যানগুলি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ বা সংস্থার ওয়েবসাইট থেকে রিচার্জ করা যাবে।

Show Full Article
Next Story