Sanchar Saathi: সরকার বন্ধ করে দিল 55 লক্ষ মোবাইল নম্বর, এই সমস্যা আপনার সিমেও নেই তো

বর্তমানে প্রতারকেরা মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম বা আর্থিক জালিয়াতি করে থাকে। যার ফলে প্রায়শই...
techgup 16 Dec 2023 9:13 PM IST

বর্তমানে প্রতারকেরা মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম বা আর্থিক জালিয়াতি করে থাকে। যার ফলে প্রায়শই চুরি যায় সাধারণ মানুষের টাকা। সম্প্রতি এই ধরনের জালিয়াতি প্রতিরোধ করতে ভারত সরকার ৫.৫ মিলিয়ন (৫৫ লক্ষ) ফোন নম্বর ব্লক করেছে। আর এই কাজটি সম্ভব হয়েছে একমাত্র সরকারের "Sanchar Saathi" পোর্টালের মাধ্যমে।

যোগাযোগ মন্ত্রী দেবু সিংহ চৌহান এই প্রসঙ্গে বলেছেন যে, ৫৫.৫২ লক্ষ জাল নথি দিয়ে কেনা মোবাইল নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও, সাইবার ক্রাইম এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে ১.৩০ লক্ষ হ্যান্ডসেটও ব্লক করা হয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের রিপোর্ট করার পর ১৩.৪২ লক্ষ সন্দেহজনক কানেকশনও বিচ্ছিন্ন করা হয়েছে।

ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুসারে, যোগাযোগ মন্ত্রী বলেছেন যে, সঠিক মানুষের নামে মোবাইল কানেকশন রয়েছে কিনা সে সম্পর্কে অবগত ও সচেতন থাকার জন্য সরকার জোরদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, সরকার কনজিউমার অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন বা ভোক্তা সচেতনতামূলক প্রচার শুরু করেছে এবং সাইবার জালিয়াতির বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে।

সঞ্চার সাথী পোর্টাল কি?

২০২৩ সালের জুলাই মাসে চালু হয় "সঞ্চার সাথী" পোর্টাল। যার মাধ্যমে নাগরিকরা সন্দেহজনক মোবাইল নম্বরগুলি রিপোর্ট করতে পারেন। আবার, এই পোর্টালটি ব্যবহারকারীদের তাদের গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রেখে ভুয়ো ফোন নম্বরগুলির সত্যতা যাচাই করার স্বাধীনতাও দেয়৷ আবার, সঞ্চার সাথী ব্যবহারকারীদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলিকে ব্লক বা ট্রেস করতে এবং একটি নতুন ও পুরনো মোবাইল ফোন কেনার সময় ডিভাইসটি নতুন নাকি পুরনো তা জানতেও সাহায্য করে

Show Full Article
Next Story