Alert: Smartphone ইউজারদের ফের সতর্ক করল সরকার, নম্বর বন্ধের নামে হতে পারে বড় বিপদ!
ভারতীয় স্মার্টফোন ইউজারদের অস্বস্তি যেন শেষ হচ্ছেনা। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা DoT, দেশের মানুষের জন্য...ভারতীয় স্মার্টফোন ইউজারদের অস্বস্তি যেন শেষ হচ্ছেনা। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা DoT, দেশের মানুষের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। DoT-র মতে, এই আনন্দ-উৎসবের সময়ে স্প্যাম কলের মাধ্যমে আবারও সাধারণ মানুষ তথা মোবাইল ব্যবহারকারীদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে মোবাইল ইউজারদের টেলিকম বিভাগের নামে ভুয়ো ফোন কল করা হচ্ছে বলে জানা গিয়েছে, যেখানে দুই ঘন্টার মধ্যে কানেকশন বিচ্ছিন্ন হবে এমন 'হুমকি' দেওয়া হচ্ছে। এগুলিতে প্রতিক্রিয়া জানালে প্রতারণার জালে জড়িয়ে পড়তে পারেন।
ঠিক কী বলেছে DoT?
– টেলিকমিউনিকেশন বিভাগ নিশ্চিত করেছে যে, তারা নাগরিকদের কানেকশন বিচ্ছিন্ন করার নামে কল করেনা।
– দেশীয় মোবাইল ইউজাররা এই ধরনের কল পেলে তাতে যেন কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন, সেই অনুরোধও করেছে ডিওটি।
করতে হবে এই কাজগুলি, নির্দেশ DoT-র
১. ভেরিফিকেশন: আপনি যদি কানেকশন বিচ্ছিন্ন করার নামে হুমকি কল পান, তবে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেননা (যেমনটা আগেই বলেছি)। এক্ষেত্রে কলগুলি আদৌ আসল কিনা তা বিবেচনা করা উচিত।
২. রিপোর্ট করুন: কোনো সন্দেহজনক কল পেলে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল https://cybercrime.gov.in-এ রিপোর্ট করুন।
অতএব স্প্যাম কলের ফাঁদে পড়বেননা এবং প্রয়োজন ছাড়া যেখানে-সেখানে নিজের ফোন নম্বর শেয়ার করবেননা। সাবধান থাকতে ফোনের কল সেটিংস থেকে কলার আইডি-স্প্যাম জাতীয় অপশন এনাবেল করে রাখুন।