BSNL ও MTNL কে বাঁচাতে এবার বিশেষ নির্দেশ কেন্দ্রের, দ্রুত শেষ করতে হবে এই কাজ

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এবং মহানগর টেলিফোন নিগম লিমিটেডের (MTNL) ল্যান্ড অ্যাসেটগুলিকে (জমি) দ্রুত বিক্রি করার...
techgup 19 Feb 2024 10:19 PM IST

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এবং মহানগর টেলিফোন নিগম লিমিটেডের (MTNL) ল্যান্ড অ্যাসেটগুলিকে (জমি) দ্রুত বিক্রি করার আদেশ জারি করেছে ভারত সরকার। ইটি রিপোর্ট অনুসারে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থাগুলিকে অর্থ সংগ্রহের জন্য ল্যান্ড অ্যাসেট বিক্রি করতে বলা হয়েছিল। প্রায় ২০,০০০ কোটি টাকার মধ্যে, BSNL/MTNL এখনো পর্যন্ত মাত্র ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আর এই প্রক্রিয়াটির ধীর গতি দেখে কেন্দ্র দুটি টেলিকম সংস্থাকেই জমি বিক্রির কাজ দ্রুত সম্পন্ন করার আদেশ দিয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, BSNL এবং MTNL-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৩১ মে-এর মধ্যে জমি বিক্রি হতে কেন দেরি হচ্ছে তার কারণ উল্লেখ করে একটি সার্কেল-ভিত্তিক রিপোর্ট তৈরি করতে হবে। আর এই প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন যে, রাজ্য এবং স্থানীয়, উভয় স্তরেই প্রয়োজনীয় বিভিন্ন অনুমতির সাথে করের সমস্যা থাকায় জমি বিক্রির কাজ দ্রুত সম্পন্ন করা যাচ্ছে না।

গত বছরের মে মাসে, বিএসএনএল এবং এমটিএনএলকে ২২টি টেলিকম সার্কেলের প্রত্যেকটিতে ১০টি সম্পত্তি চিহ্নিত করতে বলা হয়েছিল, যেগুলি বিক্রি করা যেতে পারে। আর ব্যবস্থাপকদের (সিজিএম) এই সম্পত্তিগুলি চিহ্নিত করার জন্য মোট ৩ মাস সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু আদেশের পর ৮ মাস পেরিয়ে গেলেও তারা শনাক্তকরণের প্রথম পর্যায়ের কাজ শেষ করতে পারেনি।

প্রসঙ্গত উল্লেখ্য, সরকার মনে করছে যে রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থাগুলিকে নতুন জীবন দিতে নগদ ক্যাশ প্রয়োজন। এই টাকার কিছু পরিমাণ জমি বিক্রি করে আসতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও সংস্থাদুটির জন্য রিভাইভাল প্যাকেজও প্রদান করেছে।

Show Full Article
Next Story