সামনে ভোট, আজ থেকে বন্ধ হচ্ছে এই কলিং সার্ভিস: Jio, Airtel ও Vodafone ইউজাররা সমঝে চলুন

মোবাইল কলিংয়ের ক্ষেত্রে টেলিকম অপারেটর এবং হ্যান্ডসেট ব্র্যান্ডগুলি সম্মিলিতভাবে যে সুবিধাগুলি দেয়, তার মধ্যে অন্যতম...
Anwesha Nandi 15 April 2024 12:53 PM IST

মোবাইল কলিংয়ের ক্ষেত্রে টেলিকম অপারেটর এবং হ্যান্ডসেট ব্র্যান্ডগুলি সম্মিলিতভাবে যে সুবিধাগুলি দেয়, তার মধ্যে অন্যতম একটি হল কল ফরওয়ার্ডিং (call forwarding)। এই পরিষেবার সাহায্যে নিজের নম্বরে আগত বা ইনকামিং কলগুলিকে ইচ্ছেমতো অন্য যেকোনো নম্বরে ডাইভার্ট করে রাখা যায়, যাতে যেকোনো পরিস্থিতিতে সেগুলি মিস না হয়। সেক্ষেত্রে বর্তমানে যে সমস্ত স্মার্টফোন ইউজার কল ফরওয়ার্ডিং সার্ভিস ব্যবহার করেন, তাদের কিন্তু এবার একটু বুঝে চলতে হবে। কেননা আজ 15ই এপ্রিল 2024 থেকে সারা দেশে USSD ভিত্তিক কল ফরওয়ার্ডের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।

আসলে কেন্দ্রীয় টেলিকম বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT), ইতিমধ্যে একটি নোটিশে রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র মতো টেলিকম সংস্থাগুলিকে *401# জাতীয় ইউএসএসডি কোড ভিত্তিক কল ফরওয়ার্ডিং ফিচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। ডিওটির এই নতুন সিদ্ধান্ত আজ থেকেই সারা দেশে কার্যকর হবে।

কেন USSD কল ফরওয়ার্ডিং সার্ভিস বন্ধ করছে DoT?

টেলিকমিউনিকেশন বিভাগের মতে, ইউএসএসডি ভিত্তিক কোডগুলিকে অনলাইন জালিয়াতির কাজে লাগানো হচ্ছিল। আসলে, এই কোড-বেসড্ কলিং সার্ভিসটি দেশীয় মোবাইল ইউজারদের সুবিধার জন্য চালু করা হয়েছিল। কিন্তু স্ক্যামাররা এটিকে ভুলভাবে ব্যবহার করে সেই সাধারণ মানুষদেরই প্রতারণা করছিল। আর তাই পরিষেবাটি নির্বাচন শুরুর আগেই সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও ডিওটি, হঠাৎ করে আজ থেকে ইউএসএসডি কল ফরওয়ার্ডিং সার্ভিস বন্ধ করার নির্দেশ দেয়নি। গত মার্চ মাসের শুরু থেকেই তারা এই নিয়ে কথা বলছিল। এখন সরকার, টেলিকম সংস্থাগুলিকে এই জাতীয় ফিচারের পরিবর্তে অন্য বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে। সেক্ষেত্রে মোবাইল ইউজাররা কিন্তু এখনও ফোনের ডায়লার (Dialer) সেটিংয়ে গিয়ে ইচ্ছেমতো কল ফরওয়ার্ডের অপশন বেছে নিতে পারবেন।

USSD কোড কী?

ইউএসএসডি, এক ধরণের শর্ট কোড যা শুরু হয় স্টার (*) সাইন দিয়ে এবং শেষ হয় হ্যাশ (#) দিয়ে – যেমন, *401#। সুবিধা বলতে, এইসব কোডের সাহায্যে ফোনের ব্যালেন্স চেক করা যায়। এছাড়াও মেলে কলব্যাক পরিষেবা, ভ্যালিডিটি চেক থেকে শুরু করে ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর জানার বিকল্প। এছাড়া এতদিন অবধি ইউএসএসডি কোড ডায়াল করে নিজের নম্বরে আসা কলটি অন্য নম্বরে ফরওয়ার্ড করা যেত।

Show Full Article
Next Story
Share it