Sim Card Block

মোবাইল বা স্মার্টফোন ব্যবহারকারীরা সাবধান, নিষিদ্ধ করা হল 6.69 লক্ষ সিম কার্ড ও 1.32 লক্ষ IMEI নম্বর

মোবাইল বা স্মার্টফোন ব্যবহারকারী সাবধান। আসলে সাইবার জালিয়াতি এবং অনলাইন স্ক্যামের ঘটনাগুলি গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি...
Ankita Mondal 19 Dec 2024 5:24 PM IST

মোবাইল বা স্মার্টফোন ব্যবহারকারী সাবধান। আসলে সাইবার জালিয়াতি এবং অনলাইন স্ক্যামের ঘটনাগুলি গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। মানুষকে ঠকানোর জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করছে সাইবার অপরাধীরা। যদিও হাত গুটিয়ে বসে নেই ভারত সরকার। সাইবার জালিয়াতির ঘটনা রুখতে তারা কঠোর আইন প্রয়োগ করছে। সম্প্রতি সরকার 6.69 লক্ষ সিম কার্ড ব্লক করার নির্দেশ দিয়েছে।

বুধবার, সরকারের তরফে জানানো হয়েছে যে, সাইবার জালিয়াতি রুখতে এবং সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণের লক্ষ্যে 2024 সালের 15 নভেম্বর পর্যন্ত 6.69 লক্ষ সিম কার্ড নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে প্রায় 1.32 লক্ষ আইএমইআই নম্বরও ব্লক করা হয়েছে। রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। উল্লেখিত সিম কার্ডগুলি ভুয়ো ডকুমেন্ট দিয়ে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

মন্ত্রী বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরকার ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি এবং অন্যান্য সাইবার অপরাধ রোধে দ্রুত গতিতে কাজ করছে।

এজেন্সিগুলি কোটি কোটি টাকা সাশ্রয় করেছে

তিনি আরও জানিয়েছেন, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে প্রাপ্ত 9.94 লক্ষ অভিযোগের সমাধান করেছে সরকার এবং এরফলে 3,431 কোটি টাকা উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ভুয়ো কল রুখতে সরকার বর্তমানে টেলিকম সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

Show Full Article
Next Story