HCI: লঞ্চ হল ভারতের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা, গ্রামে গ্রামে পৌঁছে যাবে ইন্টারনেট

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো'র (ISRO) কৃত্রিম উপগ্রহদ্বয়, যথা - জিস্যাট-১১ (GSAT-11) এবং জিস্যাট-২৯...
SUPARNAMAN 13 Sept 2022 12:42 PM IST

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো'র (ISRO) কৃত্রিম উপগ্রহদ্বয়, যথা - জিস্যাট-১১ (GSAT-11) এবং জিস্যাট-২৯ (GSAT-29) -এর কেইউ-ব্যান্ড (Ku-band) সক্ষমতাকে কাজে লাগিয়ে ভারতে প্রথম, স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবার সূচনা করল হিউজ কমিউনিকেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা এইচসিআই (HCI)। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চের সংবাদ সর্বসমক্ষে আনা হয়েছে। এর ফলে ভারত, কানেক্টিভিটির এক নতুন যুগে পদার্পণ করল বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা দেশের যে সকল অনগ্রসর বা পিছিয়ে পড়া অঞ্চলে এখনও পর্যন্ত মোবাইল কানেক্টিভিটির সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবার আগমনে সেই সমস্ত এলাকাও হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার সুফল ভোগ করতে পারবে। তাই দেশীয় বাজারে, স্যাটেলাইট ব্যবস্থা নির্ভর ব্রডব্যান্ড পরিষেবাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানিয়ে রাখি, হাই-থ্রুপুট ব্রডব্যান্ড সার্ভিস (HTS বা High-Throughput Broadband Service) প্রদানের ক্ষেত্রে ইসরোর সহায়তা ব্যতীত হিউজ নিজেদের জুপিটার প্ল্যাটফর্ম গ্রাউন্ড প্রযুক্তি ব্যবহার করবে। উপরন্তু এর সাথেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, কমিউনিটি ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াও ক্ষুদ্র ব্যবসার পরিসরে দরকারি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, ব্যাকহল (Backhaul) কানেক্টিভিটি তথা ম্যানেজড এসডি-ওয়্যান (SD-WAN) সলিউশনের জন্য তাদের নয়া ব্যবস্থা ওয়াই-ফাই (Wi-Fi) হটস্পট সাপোর্ট প্রদান করবে।

হিউজ কমিউনিকেশনের (HCI) প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর পার্থ ব্যানার্জি এদিন জানিয়েছেন, "ISRO -র সহায়তায়, অত্যন্ত খুশির সাথে আমরা, ভারতের প্রথম HTS ব্রডব্যান্ড পরিষেবার কমার্সিয়াল লঞ্চের কথা ঘোষণা করছি।" এর সাথে ব্যানার্জির বক্তব্যে হিউজের স্যাটেলাইট-ভিত্তিক নয়া ব্রডব্যান্ড পরিষেবা কিভাবে নেটওয়ার্কগত পারফর্ম্যান্সের সামগ্রিক উন্নতিতে সহায়তা করবে, সেই প্রসঙ্গও উঠে আসে। সর্বোপরি তার দাবি, যোগাযোগের পরিসরে বিদ্যমান শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও তাদের পরিষেবা উল্লেখযোগ্য ভূমিকা নেবে।

উল্লেখ্য, এই মুহূর্তে হিউজ কমিউনিকেশন দেশের প্রায় ২ লক্ষ ব্যবসাকে স্যাটেলাইট ব্যবস্থা নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করে থাকে।

Show Full Article
Next Story