বিশ্বের মধ্যে প্রথম ভারতে চালু হতে পারে 6G নেটওয়ার্ক, লক্ষ্য স্থির নরেন্দ্র মোদীর

গত ১ অক্টোবর থেকে দেশে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা হয়ে গিয়েছে, কেননা ওইদিন নয়াদিল্লির প্রগতি ময়দানে...
techgup 3 Oct 2022 9:03 PM IST

গত ১ অক্টোবর থেকে দেশে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা হয়ে গিয়েছে, কেননা ওইদিন নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ২০২২ ইভেন্টে ভারতে 5G পরিষেবা লঞ্চের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উক্ত ইভেন্টটিতে কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে 5G সার্ভিস লঞ্চ করা হয়েছে, অর্থাৎ এখনই ইউজাররা এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন না। যদিও আপামর দেশবাসী এখনও 5G সার্ভিসের স্বাদ চেখে দেখার সুযোগ পাননি, কিন্তু এর মধ্যেই 6G রোলআউটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। আগামী দিনে ভারত যাতে বিশ্বের প্রথম 6G আনয়নকারী দেশ হিসেবে খ্যাতিলাভ করতে পারে, তার জন্য ইতিমধ্যেই জোরকদমে কাজে লেগে পড়েছে মোদি সরকার। সম্প্রতি আয়োজিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে 5G তো দোরগোড়ায় এসেই গিয়েছে, তার ওপর আবার ধীরে ধীরে 6G আসার সম্ভাবনাও হয়ে উঠছে প্রবল - চলতি উৎসবের মরশুমে খুশির খবরের এই 'ডাবল' ধামাকায় খুব স্বাভাবিকভাবেই আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছে গোটা দেশ।

ভারতে সর্বপ্রথম রোলআউট হতে পারে 6G

প্রসঙ্গত জানিয়ে রাখি, যদিও চলতি বছরে ভারতে ৫জি-র আগমন ঘটতে চলেছে, তবে ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৭০ টি দেশে এই পরিষেবা উপলব্ধ রয়েছে। এই তালিকায় আছে দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, কানাডা, স্পেন, চীন, ব্রাজিল ও সৌদি আরব। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই ৫জি-র নিরিখে অন্যান্য দেশের থেকে পিছিয়ে পড়েছে ভারত। তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশের প্রতিটি কোণায় ৫জি সার্ভিস পৌঁছে দিতে বর্তমানে চরম উদ্যোগী হয়ে উঠেছে কেন্দ্র। এর পাশাপাশি বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভারতে যাতে ৬জি সার্ভিস রোলআউট করা যায়, সেদিকেও বেশ ভালোরকমভাবে মনোনিবেশ করেছে মোদি সরকার। ৫জি রোলআউটের দৌড়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে পড়লেও ৬জি-র ক্ষেত্রে যাতে আর কোনোভাবেই এরকমটা না হয়, সেজন্য সুনিশ্চিত পরিকল্পনামাফিক যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর কেন্দ্র।

প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়িত করতে জোরকদমে চলছে কাজ

যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, খুব শীঘ্রই গোটা দেশে ৫জি সার্ভিস রোলআউট করে বিশ্বের নামিদামি দেশের সমকক্ষ হয়ে উঠবে ভারত। তবে ৬জি রোলআউটের ক্ষেত্রে ভারতই অগ্রণী ভূমিকা পালন করতে চায়। বিশ্বের সর্বপ্রথম ৬জি পরিষেবা যাতে ভারতই লঞ্চ করতে পারে, সেজন্য ইতিমধ্যেই মোদি সরকার জোরকদমে প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক লক্ষ্যকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই সমস্ত কার্যাবলি শুরু করে দিয়েছে কেন্দ্র। এবং ভারত যে তার লক্ষ্যে পৌঁছোতে বদ্ধপরিকর, তার কিছু ঝলক ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। উল্লেখ্য যে, প্রগতি ময়দানে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টের আইটি স্টলে ভারতে তৈরি ৬জি-র এমআইএমও বা মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট (MIMO) ডিভাইস দেখা গেছে। এমনকি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) বিশেষজ্ঞরাও ভারতের প্রকৌশলীদের সঙ্গে ৬জি সম্পর্কিত একাধিক বিষয়ে জোরদার আলোচনা শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে যেভাবে জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে, তাতে ভারত তার লক্ষ্যে পৌঁছোতে সক্ষম হবে বলেই আশা করছেন বিশিষ্ট প্রযুক্তিবিদরা।

সর্বপ্রথম 6G রোলআউট করে সত্যি সত্যিই কি ইতিহাস গড়তে পারবে ভারত?

প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০১৮ সালে ভারতে 5G নেটওয়ার্ককে নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু হয়। শুরুর দিকে বেশ দুর্বার গতিতে কাজ এগোলেও ২০২০ সালে করোনা মহামারীর আগমনের দরুন যাবতীয় কর্মকান্ড অনেকটাই থমকে যায়। টেলিকম কোম্পানিগুলি দেশের বিভিন্ন জায়গায় সফলভাবে একাধিক 5G ট্রায়াল সম্পন্ন করা সত্ত্বেও 5G স্পেকট্রামের নিলামের কাজ আটকে থাকায় মানুষের হাতের মুঠোয় 'রকেটের' গতির নেটওয়ার্ক সার্ভিস এসে পৌঁছোনোর ব্যাপারটা এতদিন পর্যন্ত অধরাই থেকে গিয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ের শেষে 5G স্পেকট্রামের নিলামপর্ব সফলভাবে সম্পন্ন হওয়ায় অবশেষে এক সুউজ্জ্বল আশার আলো দেখতে পায় ভারতবাসী, এবং ইতিমধ্যেই সুনিশ্চিত খবর মিলেছে যে, আর কিছুদিনের মধ্যেই দেশের মানুষের হাতের মুঠোয় এসে পৌঁছোবে পঞ্চম প্রজন্মের দুরন্ত গতির নেটওয়ার্ক। সেক্ষেত্রে 6G-র আনয়নের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেলেও বাস্তবিকভাবে কবে তা আপামর জনগণের করায়ত্ত হবে, তা একমাত্র সময়ই বলতে পারবে। তবে সত্যি সত্যিই যদি গোটা বিশ্বের মধ্যে ভারতে প্রথম 6G সার্ভিসের আগমন ঘটে, তাহলে আমাদের সকলের প্রিয় দেশমাতৃকা যে নিশ্চিতভাবে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

Show Full Article
Next Story