NRI 2024: বিশ্বদরবারে আরও উজ্জ্বল হচ্ছে ভারতের নাম, ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স’-এ এগোলো অনেকটাই

11 ধাপ এগিয়ে গেল ভারত। নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স-এ বর্তমানে অবস্থান ৪৯। স্বাধীন অলাভজনক গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান পোর্টুলানস ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স 2024 (NRI 2024) - এই তথ্য প্রকাশ করা হয়েছে।

Puja Mondal 22 Dec 2024 5:14 PM IST

প্রযুক্তি এবং উদ্ভাবনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত। জানাল গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান পোর্টুলানস ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স 2024। গত বছর ভারতের অবস্থান যেখানে ছিল 60 নম্বরে। এই বছর 11 ধাপ এগিয়ে 49 নম্বরে পৌঁছাল ভারত।

শনিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ওয়াশিংটন ডিসি-ভিত্তিক পোর্টুলানস ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত সূচকটি - শাসন, নাগরিকের ব্যস্ততা এবং সামগ্রিক প্রভাব বাড়াতে প্রযুক্তির ব্যবহারে দেশগুলিকে মূল্যায়ন করে থাকে।

এই তালিকায় উন্নতি করেছে ভারত। স্বাধীন অলাভজনক গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান পোর্টুলানস ইনস্টিটিউট তাদের রিপোর্টে সেই তথ্য জানিয়েছে। সর্বশেষ প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স 2024 (NRI 2024) অনুসারে, ভারত 49 তম স্থানে রয়েছে। প্রযুক্তি গ্রহণ এবং উদ্ভাবনে ভারতের ক্রমবর্ধমান ভূমিকাকে তুলে ধরেছে এই নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স।

কেন্দ্রীয় মন্ত্রক আরও জানিয়েছে, 2023 সালে, ভারত 49.93 স্কোর অর্জন 60 তম স্থানে জায়গা পেয়েছিল। এই বছর শুধু র‌্যাঙ্কিংয়েই হয়নি, বরং সামগ্রিক স্কোর বেড়ে দাঁড়িয়েছে 53.63-এ। যা প্রযুক্তি, গবেষণা এবং ডিজিটাল অবকাঠামোর অগ্রগতিতে দেশের ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

এর পিছনে বড় অবদাব রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ডের মতো ক্ষেত্রগুলির। বৈশ্বিক গবেষণার জন্য এই প্রযুক্তিগুলিকে কাজে লাগানোর পাশাপাশি, নাগরিকদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়াতেও ব্যবহার করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রক এদিন জানিয়েছে, "ভারত কেবল প্রযুক্তির সাথেই এগিয়ে যাচ্ছে না, বরং বিশ্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ডের ক্ষেত্রে নতুন গবেষণার সুযোগও প্রসারিত করছে। সেই সঙ্গে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের প্রচারের জন্য সেগুলি ব্যবহার করা হচ্ছে।”

Show Full Article
Next Story