রকেট গতিতে চলবে ইন্টারনেট, 6GHz স্পেকট্রাম আনছে সরকার

এই মুহূর্তে ভারতে ৬ গিগাহার্টজ ব্যান্ড উপলব্ধ নেই। তবে এই ৫জি ও ৬জি প্রযুক্তির জন্য এই ব্যান্ড চান টেলিকম সংস্থাগুলি। তাই নতুন স্পেকট্রাম নিয়ে কাজ শুরু করল সরকার।

Suvrodeep Chakraborty 17 Dec 2024 10:41 PM IST

বিশ্বের অনেক দেশেই চালু হয়েছে WiFi 6E রাউটার। এই প্রযুক্তি সমর্থন করে এমন স্মার্টফোনও চলে এসেছে। তবে WiFi 6E ব্যবহার করার জন্য চাই ৬ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি। বর্তমানে ভারতে সেই ব্যান্ড উপলব্ধ নেই। কিন্তু, ৫জি এবং ৬জি প্রযুক্তির জন্য এটি দরকার বলে জানিয়েছে টেলিকম সংস্থাগুলি। যে কারণে শীঘ্রই ৬ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার।

এই ফ্রিকোয়েন্সির নেটওয়ার্ক দ্রুত গতিতে ইন্টারনেট প্রদান করে। ভার্চুয়াল রিয়েলিটি, হাই-ডেফিনিশন ভিডিয়ো স্ট্রিমিং করার জন্য এটি আদর্শ। বিশেষ করে ব্যস্ত এলাকায় যখন অনেক স্মার্ট ডিভাইস সংযোগ করার মতো পরিস্থিতি আসে, যেখানে অনেক ডেটার প্রয়োজন হয়, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৬ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি।

বর্তমানে, ইন্টারনেট এবং টেলিকম উভয় সংস্থাই এই 6GHz ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে আগ্রহী। তবে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি যে, কীভাবে এটির ব্যবহার পরিচালনা করা হবে। টেলিকমিউনিকেশন বিভাগের সচিব নীরজ মিত্তল সম্প্রতি উল্লেখ করেছেন যে, তারা Wi-Fi সংযোগ এবং মোবাইল পরিষেবা উভয়ের জন্য ৬ গিগাহার্টজ ব্যান্ডের গুরুত্ব উপলব্ধি করেছে। এটি ব্যবহার করার সর্বোত্তম উপায় খুঁজে বের করতে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

বেসরকারি টেলিকম সংস্থাগুলির মতে, সরকারের উচিত মোবাইল পরিষেবার জন্য 6GHz ফ্রিকোয়েন্সি ব্যবহার করার অনুমতি দেওয়া। তারা মনে করে, ৫জি এবং ৬জি এর মতো ভবিষ্যৎ প্রযুক্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, বেসরকারি ইন্টারনেট কোম্পানিগুলির যুক্তি যে, এই ফ্রিকোয়েন্সিগুলি কোনও লাইসেন্স ছাড়াই বিনামূল্যে দেওয়া উচিত। যাতে তারা WiFi 6E এবং WiFi 7 এর মতো সর্বশেষ Wi-Fi রাউটারগুলি ব্যবহার করতে পারে।

Show Full Article
Next Story