Reliance AGM 2022: আগামীকালই চালু হচ্ছে Jio-র 5G পরিষেবা এবং নতুন ফোন?
হাতে আর মাত্র একটা দিন, তারপর ক্যালেন্ডারের পাতায় ২৯শে আগস্ট এলেই অনুষ্ঠিত হবে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি...হাতে আর মাত্র একটা দিন, তারপর ক্যালেন্ডারের পাতায় ২৯শে আগস্ট এলেই অনুষ্ঠিত হবে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio (রিলায়েন্স জিও)-র এই বছরের বার্ষিক সাধারণ সভা বা অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM)। প্রতিবারই সংস্থাটি এই মিটিংয়ে কিছু না কিছু বড় ঘোষণা করে থাকে; তাই স্বাভাবিকভাবেই টেলিকম তথা প্রযুক্তিমহলের চোখ রয়েছে Reliance AGM 2022-এর দিকে। তবে এবারের অপেক্ষার উত্তেজনা আরো বেশি, কারণ আগামীকালের এই বৈঠকে Jio দেশে তার 5G (৫জি) পরিষেবা লঞ্চ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। এছাড়া আশা করা হচ্ছে যে, কালই সংস্থা তার বহুল চর্চিত সস্তা 5G স্মার্টফোন (মানে JioPhone 5G) লঞ্চের বিষয়টি থেকেও পর্দা সরাবে।
মাসের শুরু থেকেই Jio 5G পরিষেবা নিয়ে আলোচনা চলছে
চলতি মাসের শুরুতে ৫জি স্পেকট্রাম নিলাম হওয়ার পর থেকে জিওর ৫জি পরিষেবা নিয়ে চর্চা চলছে। স্পেকট্রাম নিলামের শেষে, রিলায়েন্স জিও আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে তারা ৫জির সাথে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করবে। আর কোম্পানির এই বক্তব্যের পর দেশবাসীর মনে আশা জাগে যে ১৫ই আগস্ট জিও ৫জি (Jio 5G) পরিষেবা চালু হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তাই এখন অনেকে মনে করছেন যে আগামীকালের ইভেন্টে জিও, ৫জি লঞ্চ সম্পর্কে ঘোষণা করবে।
কালই লঞ্চ হবে JioPhone 5G?
শুধু ৫জি পরিষেবা নয়, নেটপাড়ায় দাবি উঠেছে যে ২৯শে আগস্টের এজিএম (AGM)-এ মুকেশ আম্বানির সংস্থা তার সস্তা ৫জি স্মার্টফোন জিওফোন ৫জি (JioPhone 5G)-র বিষয়ে বড় ঘোষণা করবে। এমনকি দীর্ঘ ধরে আলোচনায় থাকা এই ফোনটি আগামীকালই লঞ্চ হবে – এই সম্ভাবনাও প্রবল হয়ে উঠেছে। তবে আদতে এই বার্ষিক সভায় কী হবে, সেটাই এখন দেখার!