Jio 5G Welcome Offer: আজ থেকেই কলকাতায় সম্পূর্ণ বিনামূল্যে ৫জি পরিষেবা দেবে জিও

গত ১ অক্টোবর নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ২০২২ ইভেন্টে ভারতে আনুষ্ঠানিকভাবে 5G...
techgup 5 Oct 2022 2:12 PM IST

গত ১ অক্টোবর নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ২০২২ ইভেন্টে ভারতে আনুষ্ঠানিকভাবে 5G পরিষেবা লঞ্চের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই কবে থেকে এই দুরন্ত গতির নেটওয়ার্ক সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করা যাবে, তার জন্য আপামর ভারতবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। সেক্ষেত্রে আপনি যদি Reliance Jio-র গ্রাহক হন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কারণ আজ ৫ অক্টোবর, দশেরা থেকে দেশের চারটি শহরে 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে Jio। এই শহরগুলি হল দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী। ইউজারদের জন্য দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি জিও ৫জি ওয়েলকাম অফার (Jio 5G Welcome Offer) নিয়ে এসেছে, যার অধীনে ব্যবহারকারীরা ১ জিবিপিএসের চাইতেও বেশি স্পিডে আনলিমিটেড 5G ডেটা পাবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, বর্তমানে Reliance Jio তাদের 5G পরিষেবার জন্য বিটা ট্রায়ালের কথা ঘোষণা করেছে, যার অর্থ হল সবাই এই মুহূর্তে কোম্পানির 5G নেটওয়ার্কে অ্যাক্সেস পেতে সক্ষম হবেন না।

সেক্ষেত্রে এখন কেউ যদি উক্ত ৪ টি শহরের মধ্যে যে-কোনো একটিতে থাকেন এবং তার কাছে যদি একটি ৫জি স্মার্টফোন থাকে, তবে তিনি জিও ৫জি ওয়েলকাম অফারটির সুবিধা উপভোগ করার সুযোগ পেতে পারেন। তবে যেহেতু সংস্থাটি আপাতত কোনো ৫জি প্ল্যানের কথা ঘোষণা করেনি, তাই ধরে নেওয়া যেতে পারে যে, ওয়েলকাম অফারের অধীনে একটি ৫জি স্মার্টফোনের মালিকানাধীন জিও ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে চলতি সময়ে পঞ্চম প্রজন্মের 'রকেটের' গতির নেটওয়ার্ক পরিষেবা পেতে সক্ষম হবেন। প্রসঙ্গত বলে রাখি, ২০১৬ সালে কোম্পানিটি যখন ৪জি (4G) সার্ভিস চালু করেছিল, তখনও তারা ওয়েলকাম অফারের অধীনে ব্যবহারকারীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ৪জি নেটওয়ার্কের মজা উপভোগ করার সুযোগ দিয়েছিল (আনুষ্ঠানিকভাবে ৪জি প্ল্যান লঞ্চ না হওয়া পর্যন্ত)। তাই এবার ৫জি সার্ভিস রোলআউটের ক্ষেত্রেও সংস্থাটি সেই একই স্ট্রাটেজি মেনে চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলুন, জিও-র এই সাম্প্রতিক ধামাকাদার অফারের খুঁটিনাটি একটু বিশদে জেনে নেওয়া যাক।

Jio 5G Welcome Offer কী?

জিও ৫জি ওয়েলকাম অফারের আওতায় দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি ব্যবহারকারীদেরকে ১ জিবিপিএসের থেকেও বেশি স্পিডে আনলিমিটেড ৫জি ডেটা অফার করবে।

কীভাবে অ্যাক্সেস করা যাবে Jio 5G Welcome Offer?

বিশেষজ্ঞরা মনে করছেন যে, উপরিউক্ত চারটি শহরে বসবাসকারী যে সমস্ত জিও ব্যবহারকারীদের কাছে ৫জি স্মার্টফোন রয়েছে, তারা স্বয়ংক্রিয়ভাবেই জিও ৫জি ওয়েলকাম অফারে আপগ্রেড হয়ে যাবেন। অর্থাৎ সোজা কথায় বললে, এই অফার ব্যবহার করার জন্য গ্রাহকদেরকে আর আলাদা করে কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে না, হাতের মুঠোয় একটি ৫জি স্মার্টফোন থাকলেই যথেষ্ট।

Jio 5G Welcome Offer কাদের জন্য প্রযোজ্য?

আগেই বলেছি যে, দিল্লি, কলকাতা, মুম্বাই এবং বারাণসী - এই চারটি শহরে বসবাসকারী যে সকল জিও ব্যবহারকারীদের হাতে ৫জি স্মার্টফোন রয়েছে, কেবল তারাই এই জিও ৫জি ওয়েলকাম অফারের সুবিধা উপভোগ করতে পারবেন।

Jio 5G Welcome Offer কি বিনামূল্যে পাওয়া যাবে?

আপাতত এর উত্তর হল, হ্যাঁ। আনুষ্ঠানিকভাবে সংস্থার তরফে কোনো ৫জি প্ল্যান লঞ্চ না হওয়া পর্যন্ত এলিজিবল ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড জিও ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য যে, সংস্থাটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ৫জি প্ল্যান চালু করেনি।

Jio 5G নেটওয়ার্ক ব্যবহারের জন্য নতুন সিম নেওয়ার প্রয়োজন আছে কী?

না; গ্রাহকদের কাছে যদি ৫জি স্মার্টফোন থাকে, তবে জিও-র ৫জি পরিষেবা ব্যবহার করার জন্য ইউজারদের কোনো নতুন সিম নেওয়ার দরকার নেই।

Show Full Article
Next Story