Jio-র ট্রেন্ডিং রিচার্জ প্ল্যান, 90 দিন নিশ্চিন্ত, দলে দলে ফিরে আসছে গ্রাহক

জিও-র এই রিচার্জ প্ল্যানে আপনি 90 দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। এর পাশাপাশি, কোম্পানি গ্রাহকদের 90 দিনের জন্য প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস অফার করছে।

Puja Mondal 22 Dec 2024 9:53 PM IST

রিলায়েন্স জিও দেশের এক নম্বর টেলিকম সংস্থা। Jio তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। তবে জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর সংস্থাটি লক্ষ লক্ষ গ্রাহক হারাতে শুরু করেছে বলে ট্রাইয়ের রিপোর্ট থেকে জানা গেছে। যেকারনে সংস্থাটি এখন সস্তায় রিচার্জ প্ল্যান আনার চেষ্টা করছে। পাশাপাশি গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে Jio সম্প্রতি 2025 টাকার দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যানও নিয়ে এসেছে। যারপর অনেক পুরানো গ্রাহক আবার জিও পরিবারে ফিরে আসছে।

জিও-তে ফিরছেন গ্রাহকরা

জুলাই মাস থেকে জিও তাদের প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে প্রায় 70 লক্ষ ব্যবহারকারী সংস্থাটির হাত ছেড়েছেন। কিন্তু, এখন আবার গ্রাহকরা জিওতে ফিরে আসছেন। এর অন্যতম প্রধান কারণ জিও কম দামে লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে। পাশাপাশি জিও তাদের পোর্টফোলিওতে এমন কিছু প্ল্যান অন্তর্ভুক্ত করেছে, যা কম দামে বেশ কয়েক মাসের ভ্যালিডিটি অফার করে।

উল্লেখ্য, জিও তাদের পোর্টফোলিওকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। এরমধ্যে 899 টাকার প্ল্যানটি কোম্পানির জনপ্রিয় ট্রেন্ডিং রিচার্জ প্ল্যানের তালিকায় উপস্থিত। সংস্থার এই প্ল্যানটি দীর্ঘ ভ্যালিডিটি সহ এসেছে। এখানে গ্রাহকরা 90 দিনের ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ এক হাজার টাকার কমে 3 মাস বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন আপনি।

এক রিচার্জে 90 দিন নিশ্চিন্ত

জিও-র এই রিচার্জ প্ল্যানে আপনি 90 দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। এর পাশাপাশি, কোম্পানি গ্রাহকদের 90 দিনের জন্য প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস অফার করছে। জিওর এই প্ল্যানটি ট্রু 5G প্ল্যানের অংশ, সুতরাং আপনার এলাকায় যদি 5G কানেক্টিভিটি থাকে এবং আপনি 5G ফোন ব্যবহার করেন তাহলে আপনি আনলিমিটেড 5G ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন।

আবার এখানে গ্রাহকদের প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে। অর্থাৎ 90 দিনে মোট 180 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর সাথে জিও আরও অতিরিক্ত 20 জিবি ডেটা দিচ্ছে। এইভাবে আপনি মোট 200 জিবি ডেটা পাবেন।

Show Full Article
Next Story