Reliance Jio আনল সস্তা প্ল্যান, ৬০১ টাকায় সারা বছর পান 5G আনলিমিটেড ডেটা
Jio সম্প্রতি তাদের নতুন 5G ডেটা ভাউচার প্যাক লঞ্চ করেছে, যার মূল্য ৬০১ টাকা। গ্রাহকরা এই ডেটা ভাউচার মাইজিও অ্যাপ ও জিও ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন।
ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Jio তাদের গ্রাহকদের দুর্দান্ত সুবিধা দিয়ে থাকে। অন্যান্য বেসরকারি সংস্থাগুলির তুলনায় তাদের প্ল্যানগুলির দাম তুলনামূলকভাবে কম। আর গোটা ভারতের প্রায় সবজায়গায় এই সংস্থার নেটওয়ার্ক উপলব্ধ, যেকারণে Reliance Jio-র প্ল্যানগুলি রিচার্জ করলে সারা ভারতেই ব্যবহার করা যায়। আপনি যদি এই টেলিকম সংস্থার একজন গ্রাহক হন তাহলে আজ আমরা আপনাকে একটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানের ভ্যালিডিটি এক বছর। আর Jio-র এই প্ল্যানের মূল্য ৬০১ টাকা। যেখানে এক বছর ধরে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়।
এখানে গ্রাহকরা কোনো লিমিট ছাড়াই সারা বছর হাই স্পিড 5G ডেটা উপভোগ করতে পারবেন। আর এটি সেইসব গ্রাহকদের জন্য আনা হয়েছে যারা এখনও 4G প্ল্যান রিচার্জ করেন। অর্থাৎ সংস্থার প্রতিদিন ২ জিবি ডেটা প্ল্যান অর্থাৎ ট্রু 5G প্ল্যান রিচার্জ করেন না। এই কারণে ৬০১ টাকার জিও প্ল্যানকে 'ট্রু 5G আপগ্রেড ভাউচার' নামে নিয়ে আসা হয়েছে।
রিলায়েন্স জিও ৬০১ প্ল্যান
জিও সম্প্রতি তাদের নতুন 5G ডেটা ভাউচার প্যাক লঞ্চ করেছে, যার মূল্য ৬০১ টাকা। গ্রাহকরা এই ডেটা ভাউচার মাইজিও অ্যাপ ও জিও ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন। আর একি কেবল প্রিপেইড গ্রাহকদের জন্য বৈধ। রিলায়েন্স জিও-র ৬০১ টাকার প্ল্যানে ৫১ টাকার ১২টি ভাউচার পাওয়া যায়।
আর এই ৫১ টাকার ভাউচার দৈনিক ১.৫ জিবি ডেটা অফারকারী প্ল্যানের সাথে ব্যবহার করা যায়, যার ভ্যালিডিটি এক মাস। গ্রাহকদের জিও অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই ১২টি ভাউচার মাসে মাসে রিডিম করতে হবে। অর্থাৎ ৬০১ টাকার জিও প্ল্যানে পাওয়া ১২টি ভাউচার মোট এক বছর ব্যবহার করা যাবে এবং আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যাবে।
কীভাবে এই ডেটা ভাউচার রিডিম করবেন?
প্রথমে MyJio অ্যাকাউন্টে লগইন করুন।
এবার My Voucher সেকশনে যান অ্যাপ মেনু থেকে।
এরপর থেকে ৬০১ টাকার জিও ভাউচার নির্বাচন করুন।
তারপর একটি ভাউচারে ক্লিক করে Redeem বাটনে ক্লিক করুন।
এভাবেই আপনি ৬০১ টাকার ট্রু 5G আপগ্রেড ডেটা ভাউচার প্যাক রিডিম করতে পারবেন।
Jio সম্প্রতি তাদের নতুন 5G ডেটা ভাউচার প্যাক লঞ্চ করেছে, যার মূল্য ৬০১ টাকা। গ্রাহকরা এই ডেটা ভাউচার মাইজিও অ্যাপ ও জিও ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন।