Jio AI Cloud Welcome Offer: আর ভয় নেই ছবি, ভিডিও ডিলিট হওয়ার, দীপাবলিতেই জিও আনছে সমাধান

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) 47 তম বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মুকেশ আম্বানি জিও গ্রাহকদের জন্য বড়...
techgup 29 Aug 2024 11:49 PM IST

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) 47 তম বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মুকেশ আম্বানি জিও গ্রাহকদের জন্য বড় ঘোষণা করলেন। তিনি মিটিংয়ে বক্তব্য রাখার সময় জিও এআই-ক্লাউড ওয়েলকাম অফারের (Jio AI-Cloud Welcome offer) ঘোষণা করেছেন, যা এই বছরের দীপাবলি থেকে সমস্ত জিও গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। জিও এআই-ক্লাউড ওয়েলকাম অফারে গ্রাহকরা বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন। আর গ্রাহকরা তাদের ফটো, ভিডিও সহ বিভিন্ন ডকুমেন্ট এখানে নিরাপদে রাখতে পারবেন এবং যখন খুশি ব্যবহার করতে পারবেন। জিও-র তরফে জানা হয়েছে গ্রাহকের তথ্য ভারতে নিরাপদে স্টোর করা হবে।

Jio AI-Cloud Welcome offer এর ঘোষণা মুকেশ আম্বানির

মুকেশ আম্বানি জেনারেল মিটিংয়ে জানিয়েছেন, "আমি ঘোষণা করছি যে জিও গ্রাহকরা 100 জিবি পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ পাবেন, যার ফলে তারা তাদের সমস্ত ফটো, ভিডিও, ডকুমেন্ট, অন্যান্য সমস্ত ডিজিটাল কনটেন্ট এবং ডেটা নিরাপদে স্টোর করতে ও ব্যবহার পারবেন। আর যাদের এর চেয়েও বেশি স্টোরেজ প্রয়োজন তাদের জন্য আমরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান আনবো। আমরা এই বছর দীপাবলি থেকে জিও এআই-ক্লাউড ওয়েলকাম অফার চালু করার পরিকল্পনা করছি। "

জিও ব্রেইন লঞ্চ করতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: মুকেশ আম্বানি

শীঘ্রই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে জিও ব্রেইন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 47তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উদ্দেশে এই সুসংবাদ দেন চেয়ারম্যান মুকেশ আম্বানি। 'এআই এভরিহোয়্যার ফর এভরিওয়ান' থিমের সাথে একে লঞ্চ করবে জিও।

মুকেশ আম্বানি বলেছেন, " আমার বিশ্বাস জিও ব্রেন কে উন্নত করে আমরা একটি শক্তিশালী এআই প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। এরজন্য আমরা জামনগরে গিগাওয়াট-স্কেল এআই-প্রস্তুত ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি, যা সম্পূর্ণরূপে রিলায়েন্সের গ্রীন এনার্জি দ্বারা চালিত হবে। আমাদের লক্ষ্য ভারতে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এআই ইনফার্নান্সিং তৈরি করা। এটি ভারতে এআই অ্যাপ্লিকেশনগুলিকে আরও সাশ্রয়ী এবং সবার জন্য ব্যবহারযোগ্য করে তুলবে।"

Show Full Article
Next Story