Jio Air Fiber: প্রতি সেকেন্ডে 1Gbps স্পিড, জিও এয়ার ফাইবার নিতে কত খরচ জেনে নিন

কয়েকদিন আগে গিয়েছিল যে, রিলায়েন্স জিও (Reliance Jio) খুব শীঘ্রই দেশবাসীর জন্য ‘এয়ার ফাইবার’ (Air Fiber) নামের একটি...
SUMAN 26 April 2023 3:57 PM IST

কয়েকদিন আগে গিয়েছিল যে, রিলায়েন্স জিও (Reliance Jio) খুব শীঘ্রই দেশবাসীর জন্য ‘এয়ার ফাইবার’ (Air Fiber) নামের একটি নতুন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। আর আজ অর্থাৎ ২৬শে এপ্রিল 'অ্যানুয়াল জেনারেল মিটিং' (AGM) চলাকালীন টেলিকম অপারেটরটির মুখপাত্র আনুষ্ঠানিক ভাবে ভারতে 'এয়ার ফাইবার' (Air Fiber) পরিষেবা লঞ্চ করার ঘোষণা করল। যদিও ভারতে এক্ষুনি এই পরিষেবা চালু করা হচ্ছে না৷ তবে আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবাটি উপলব্ধ হবে বলে সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, 'দ্য টেকনোলজিস্ট' নামের এক টিপস্টার সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে। এই ভিডিওতে জিও এয়ার ফাইবার পরিষেবা কবে নাগাদ চালু হবে তার ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি এই ভিডিওতে আলোচ্য পরিষেবার - আনবক্সিং, ইনস্টলেশন, এবং মূল্যের বিবরণও উল্লেখ আছে। চলুন বিস্তারে এই বিষয়ে জেনে নেওয়া যাক।

Jio Air Fiber পরিষেবার দাম

ইউটিউবার ‘দ্য টেকনোলজিস্ট’ এর ভিডিও অনুসারে, জিও এয়ার ফাইবার পরিষেবার অধীনে দুটি মডেল আসবে। যার মধ্যে একটি হল নন-পোর্টেবল ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার এবং অন্যটি পোর্টেবল হবে ও ওয়াইফাই ৬ কানেকশন সমর্থন করবে। ইউটিউবার দাবি করেছেন যে, স্ট্যান্ডার্ড জিও এয়ার ফাইবার পরিষেবা ভারতে ৫,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে। আর চলতি বছরের জুন বা জুলাই থেকে এই নয়া পরিষেবা চালু করা হবে।

Jio Air Fiber পরিষেবা ইনস্টল কীভাবে করা হবে

জানা যাচ্ছে, রিলায়েন্স জিও ঘোষিত এয়ার ফাইবার ওয়াই-ফাই রাউটারকে যেকোনো জায়গায় ৫জি (5G) হটস্পট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এয়ার ফাইবার ক্রেতারা মোট দুটি বক্স পাবেন এবং উভয় বক্সেই একটি করে রাউটার থাকবে। যার মধ্যে একটিকে এমন জায়গায় স্থাপন করা হবে যেখান থেকে এটি ভালো সিগন্যাল পাবে, যেমন - ছাদ বা খোলা কোনো জায়গা। আর অন্যটিকে একটি এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করা হবে। ইনস্টলেশন প্রক্রিয়া জিও এক্সপার্ট দ্বারা পরিচালিত হবে।

সিস্টেম ওয়্যার সেট আপ হয়ে গেলে, ব্যবহারকারীদের তাদের জিও ৫জি সিম এয়ার ফাইবারে ঢোকাতে হবে। এরপর, গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে 'জিও হোম' (Jio Home) নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং জিও ফাইবার রাউটারের সাথে সংযোগ করাতে হবে। কানেক্ট হওয়ার পর, এবার ব্যবহারকারীকে ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার বিকল্প রাউটার সেকশনের অধীনে বিদ্যমান থাকবে। আর পরবর্তী সময়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে, জিও হোম অ্যাপ ব্যবহার করেও পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।

এছাড়া ভিডিও অনুসারে, জিও ফাইবার রাউটারে কানেক্টিভিটির জন্য - একটি ইউএসবি পোর্ট, একটি LAN পোর্ট এবং একটি WAN পোর্ট বিকল্প উপলব্ধ থাকবে। ফলে যাদের কাছে জিও সেট টপ বক্স আছে, তারা তাদের জিও ফাইবার রাউটারের সাথে সরাসরি সংযোগ করে DTH পরিষেবা উপভোগ করতে পারবে।

Jio Air Fiber-এর স্পিড

মুকেশ আম্বানি পরিচালিত টেলিকম সংস্থাটি দাবি করেছে যে, নতুন এয়ার ফাইবার পরিষেবা প্রথাগত ভূগর্ভস্থ ফাইবার-অপ্টিক কেবল -এর পরিবর্তে ৫জি অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট কানেকশন সরবরাহ করবে। এটি হবে একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং সার্ভিস। এয়ার ফাইবারের মাধ্যমে ১Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিডের সাথে - ৪কে (4K) / ৮কে (8K) ভিডিও, ভিডিও কলিং এবং গেমিং স্ট্রিম করতে পারবেন ব্যবহারকারীরা।

আলোচ্য ভিডিওটিতে একটি এয়ার ফাইবার রাউটার দেখানো হয়েছে যা বহনযোগ্য। যদিও এই পোর্টেবল রাউটার সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি জিও। আমাদের অনুমান, এই পোর্টেবল রাউটারে ব্যবহারকারীদের কেবল তাদের ৫জি সিম ইনসার্ট করাতে হবে। এর পর যেকোনও জায়গায় এটিকে সহজে বহন ও ব্যবহার করা যাবে।

Show Full Article
Next Story