Jio-র চমৎকার অফার, এই দুই প্ল্যানের সাথে বিনামূল্যে পাওয়া যাচ্ছে 90 দিন ধরে 150GB ইন্টারনেট ডেটা
জিও এয়ার ফাইবারের 2222 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 3 মাস। এখানে 30 এমবিপিএস স্পিড সহ 1000 জিবি ডেটা পাওয়া যাবে। আবার গ্রাহকরা 90 দিনের জন্য 100 জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাবেন।
আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটি সহ হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে চান তবে Jio AirFiber আপনার জন্য দুর্দান্ত বিকল্প হবে। কিসের ভিত্তিতে এমন কথা বলছি? তার উত্তর পেতে এই প্রতিবেদন পড়তে হবে। এখানে আমরা জিও এয়ার ফাইবারের দুটি প্ল্যান সম্পর্কে বলবো। এগুলি রিচার্জ করলে তিন মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। আর এই প্ল্যান দুটি 1000 জিবি ডেটা অফার করবে।
আবার অফারে এখন এই প্ল্যানগুলির সাথে 150 জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়া 800 টিরও বেশি টিভি চ্যানেল দেখা যাবে। এর পাশাপাশি, আপনি সোনি লিভ, ডিজনি + হটস্টার এবং জিও সিনেমা প্রিমিয়াম সহ মোট 12 টি ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। তাই চলুন জিও এয়ার ফাইবারের এই আকর্ষণীয় প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
জিও এয়ার ফাইবারের 2222 টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 3 মাস। এখানে 30 এমবিপিএস স্পিড সহ 1000 জিবি ডেটা পাওয়া যাবে। আবার গ্রাহকরা 90 দিনের জন্য 100 জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাবেন। এই প্ল্যানে 800-র বেশি অন-ডিমান্ড টিভি চ্যানেল দেখার ও ভয়েস কলিং করার সুবিধা দেওয়া হবে। এছাড়াও জিও এয়ার ফাইবারের এই প্ল্যানে সোনি লিভ, ডিজনি + হটস্টার, Zee5, জিও সিনেমা প্রিমিয়াম এবং ইরোস নাও সহ মোট 12 টি অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস মিলছে।
জিও এয়ার ফাইবারের 3333 টাকার প্ল্যান
জিও ফাইবারের এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য 100 এমবিপিএস স্পিড দেওয়া হচ্ছে। আগের প্ল্যানের মতো এখানেও 1000 জিবি ডেটা পাওয়া যাবে। তিন মাসের বৈধতা সহ আসা এই প্ল্যানে পুরো 90 দিনের জন্য 150 জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। সাথে রয়েছে বিনামূল্যে কল করার সুবিধাও। আবার 800 টিরও বেশি টিভি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানে Disney+ Hotstar, Sony Liv, Zee5, Jio Cinema Premium এবং Eros Now সহ মোট 12 টি OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
জিও এয়ার ফাইবারের 2222 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 3 মাস। এখানে 30 এমবিপিএস স্পিড সহ 1000 জিবি ডেটা পাওয়া যাবে। আবার গ্রাহকরা 90 দিনের জন্য 100 জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাবেন।