Jio ও Airtel গ্রাহক? নতুন বছরে রিচার্জ করার দরকার পড়বে না, সেরা চার মোবাইল প্ল্যান দেখুন
জিও-র 3999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। ইন্টারনেট ব্যবহারের জন্য এখানে প্রতিদিন 2.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। জিও এখানে যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটাও অফার করছে।
আপনি যদি পুরো বছরের জন্য মোবাইল রিচার্জ থেকে মুক্তি পেতে চান তাহলে অ্যানুয়াল প্ল্যান রিচার্জ করতে হবে। এখানে আমরা আপনাকে জিও এবং এয়ারটেলের কয়েকটি দুর্দান্ত বার্ষিক প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে আপনি প্রতিদিন 2.5 জিবি পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া এখানে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হচ্ছে। সাথে ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও রয়েছে।
Jio ও Airtel এর বার্ষিক রিচার্জ প্ল্যান
জিও-র 3999 টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। ইন্টারনেট ব্যবহারের জন্য এখানে প্রতিদিন 2.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। জিও এখানে যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটাও অফার করছে। পাশাপাশি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস দেওয়া হবে। এই প্ল্যানে ফ্যান কোড, জিও সিনেমা এবং জিও টিভির বিনামূল্যে অ্যাক্সেসও মিলবে।
জিও-র 3599 টাকার প্ল্যান
365 দিনের বৈধতা সহ আসা এই প্ল্যানে আপনি প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। আবার যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা দেওয়া হবে। আর সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মেলে। এছাড়া প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস, জিও টিভি এবং জিও সিনেমার বিনামূল্যে উপভোগ করা যায়।
এয়ারটেলের 3999 টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের 365 দিনের ভ্যালিডিটি প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা অফার করা হয়। সংস্থার 5G নেটওয়ার্ক অঞ্চলে বসবাসকারী গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি এসএমএস দেওয়া হয়। আবার এক বছরের জন্য ডিজনি + হটস্টার মোবাইল বিনামূল্যে দেখা যাবে।
এয়ারটেলের 3599 টাকার প্ল্যান
এই প্ল্যানে 365 দিনের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা উপভোগ করা যায়। এখানে আনলিমিটেড 5G ডেটাও পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া বিনামূল্যে টিভি শো, সিনেমা এবং চ্যানেল দেখা যাবে। এরজন্য এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ ডাউনলোড করতে হবে।
জিও-র 3999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। ইন্টারনেট ব্যবহারের জন্য এখানে প্রতিদিন 2.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। জিও এখানে যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটাও অফার করছে।