গ্রাহকদের মন জয় করতে তৈরি Jio-Airtel, 200 টাকার কমে দিচ্ছে সেরা প্ল্যান

জিও এবং এয়ারটেল তাদের ট্যারিফ বৃদ্ধি করলেও এখনও কিছু রিচার্জ প্ল্যান আছে যেগুলি 200 টাকার কমে ভালো সুবিধা দেয়। এই...
techgup 5 Sept 2024 11:13 PM IST

জিও এবং এয়ারটেল তাদের ট্যারিফ বৃদ্ধি করলেও এখনও কিছু রিচার্জ প্ল্যান আছে যেগুলি 200 টাকার কমে ভালো সুবিধা দেয়। এই প্ল্যানগুলিতেও আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএসের সুবিধা দেওয়া হয়। তাই যারা সাশ্রয়ী মূল্যের প্ল্যান খোঁজ করেন তাদের জন্য এগুলি আদর্শ হবে। আসুন Jio ও Airtel এর 200 টাকার কমের প্ল্যানগুলি দেখে নেওয়া যাক।

189 টাকার Jio প্রিপেড প্ল্যান

জিও-র 200 টাকার কমের প্ল্যানের কথা বললে, 189 টাকার প্ল্যানটি উপযুক্ত বিকল্প হতে পারে। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। লোকাল এবং এসটিডি উভয় ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়। আবার এখানে 28 দিন ধরে 300টি এসএমএস দেওয়া হয়। আর মোট 2 জিবি পর্যন্ত ডেটা মিলবে।

আরও পড়ুন: PLI: সরকারের এক স্কিমেই ‘খেল খতম’ চীনের, মোবাইল স্মার্টফোন কোম্পানিদের একের পর এক ভারতে এন্ট্রি

আবার অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে জিও টিভি, জিও সিনেমার সাবস্ক্রিপশন অফার করবে। অর্থাৎ এন্টারটেইনমেন্টের জন্যেও এই প্ল্যান আদর্শ।

Airtel এর 199 টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের 199 টাকার প্ল্যানের কথা বললে, এর ভ্যালিডিটি 28 দিন। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এয়ারটেলও এই প্ল্যান রিচার্জের ক্ষেত্রে 2 জিবি ডেটা পাওয়া যাবে। সাথে এসএমএস এর সুবিধাও মেলে।

আরও পড়ুন: এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও জমা করা যাবে UPI থেকে, লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ

ব্যয়বহুল রিচার্জে বিরক্ত গ্রাহকরা

বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় বিরক্ত অনেক গ্রাহক। অনেকেই তাদের সিম পোর্ট করিয়ে বিএসএনএলে চলে গেছেন। যদিও বেসরকারি সংস্থাগুলির তরফে বলা হয়েছে, পরিষেবা ভালো করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

Show Full Article
Next Story