দৈনিক কোনো ডেটা লিমিট নেই, Jio নাকি Airtel দেয় 296 টাকায় বেশি সুবিধা
Reliance Jio তাদের গ্রাহকদের ২৯৬ টাকার একটি আশ্চর্যজনক প্রিপেড প্ল্যান অফার করে, যাতে নেই কোনরকম দৈনিক সীমাবদ্ধতা। আর এই...Reliance Jio তাদের গ্রাহকদের ২৯৬ টাকার একটি আশ্চর্যজনক প্রিপেড প্ল্যান অফার করে, যাতে নেই কোনরকম দৈনিক সীমাবদ্ধতা। আর এই প্ল্যানের সাথে আনলিমিটেড কলিং ও ডেটা ছাড়াও পাওয়া যাবে আরও অনেক সুবিধা। এদিকে, Jio-র মূল প্রতিদ্বন্দ্বী Airtel-ও ২৯৬ টাকার একটি প্ল্যান তাদের গ্রাহকদের রিচার্জ করতে দেয়। আর তারাও Jio-র মতই তাদের এই প্ল্যানে দিচ্ছে আকর্ষণীয় সুবিধা। আসুন Jio নাকি Airtel তাদের ২৯৬ টাকার প্ল্যানে বেশি সুবিধা দেয় দেখে নেওয়া যাক।
Relaince Jio-এর ২৯৬ টাকার প্ল্যান
এই প্ল্যানটি ৩০ দিনের বৈধতা সম্পন্ন এবং এতে কোনো দৈনিক সীমা নেই। এই প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবেন মোট ২৫ জিবি ডেটা। এছাড়াও, রয়েছে যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস করার সুযোগ। এর সাথেই গ্রাহকরা পেয়ে যাবেন সীমাহীন ৫জি ডেটার সুবিধা এবং বিনামূল্যে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি ও জিও ক্লাউড ব্যবহার করার সুযোগ।
Airtel-এর ২৯৬ টাকার প্ল্যান
এয়ারটেল এই প্ল্যানে ৩০ দিনের বৈধতার সাথে ২৫ জিবি ডেটা, সীমাহীন কলিং ও দৈনিক ১০০ টি এসএমএস অফার করে। এছাড়া অ্যাপোলো ২৪/৭ সার্কেল, হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেসও পাওয়া যাবে একদম বিনামূল্যে।
Relaince Jio এবং Airtel-এর এই প্ল্যানের মধ্যে পার্থক্য কী?
দুটি টেলিকম কোম্পানিই তাদের প্ল্যানটির দাম রেখেছে ২৯৬ টাকা। এছাড়া উভয় কোম্পানিই গ্রাহকদের দিচ্ছে ২৫ জিবি ডেটা, সীমাহীন কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা। দুটি প্ল্যানের মধ্যে পার্থক্য কেবল এই টুকুই যে, গ্রাহকরা Relaince Jio-এর প্ল্যানে জিওর অ্যাপ গুলি ব্যবহার করতে পারবেন এবং Airtel-এর প্ল্যানে তাদের দেওয়া কয়েকটি বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বিশেষ কোনো পার্থক্য না থাকায় গ্রাহকরা তাদের সুবিধা মতন যে কোনো একটি প্ল্যান বেছে নিতে পারেন।