Jio ও Airtel গ্রাহকরা বিনামূল্যে দেখুন নেটফ্লিক্স, রিচার্জ করুন এই প্রিপেড প্ল্যান
এয়ারটেলের প্রিপেড পোর্টফোলিওতে কেবল একটি প্ল্যান রয়েছে, যেখান নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 1499 টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
আপনি যদি Jio বা Airtel গ্রাহক হন তবে আপনি বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন পেতে পারেন। এরজন্য নির্বাচিত প্রিপেড প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানগুলি আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা ও SMS সুবিধা তো দেবেই, এর সাথে OTT বেনিফিট পাওয়া যাবে। অর্থাৎ আপনি বিনামূল্যেই নেটফ্লিক্স দেখতে পাবেন। আসুন জিও ও এয়ারটেলের এই প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Airtel -র Netflix সাবস্ক্রিপশন প্ল্যান
এয়ারটেলের প্রিপেড পোর্টফোলিওতে কেবল একটি প্ল্যান রয়েছে, যেখান নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 1499 টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এটি বেসিক সাবস্ক্রিপশন। এখানে প্রতিদিন 3GB ডেটা পাওয়া যাবে এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি, ব্যবহারকারীরা প্রতিদিন 100টি এসএমএস পাঠাতে পারবেন। এটি অ্যাপোলো 24/7 ব্যবহারের সুবিধা এবং এয়ারটেল এক্সস্ট্রিম সাবস্ক্রিপশন সহ বিনামূল্যে হ্যালোটিউনস উপভোগ করতে দেম।
Jio -র বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন প্ল্যান
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের দুটি রিচার্জ প্ল্যানের সাথে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দেয়। প্রথম প্ল্যানটি 1799 টাকার এবং দ্বিতীয়টি 1299 টাকার। প্রথম 1799 টাকার প্ল্যানে 84 দিনের জন্য 3 জিবি দৈনিক ডেটা পাওয়া যায় এবং গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারেন এবং প্রতিদিন 100টি এসএমএস পাঠাতে পারেন। এই প্ল্যান রিচার্জ করলে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও জিও অ্যাপ (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) ব্যবহার করার সুবিধাও মিলবে।
আপনি যদি নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন পেতে চান তবে সস্তা 1299 টাকার জিও প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এর ভ্যালিডিটি 84 দিন এবং এখানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও প্রতিদিন 100 টি এসএমএস এবং সীমাহীন কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এখানেও জিও অ্যাপ (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) বিনামূল্যে ব্যবহার করা যায়।
এয়ারটেলের প্রিপেড পোর্টফোলিওতে কেবল একটি প্ল্যান রয়েছে, যেখান নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 1499 টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।