Airtel, Jio, Vi-দের সেরা প্ল্যান, 200 টাকার কমে পাবেন এতসব বেনিফিট
দিন-কে-দিন মোবাইল রিচার্জ করা আর সোনা কেনা যেন সমতুল্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ, মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে রিচার্জ...দিন-কে-দিন মোবাইল রিচার্জ করা আর সোনা কেনা যেন সমতুল্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ, মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে রিচার্জ শুল্কের ওপর – কয়েক বছর আগে পর্যন্ত নিজের ইচ্ছেমতো (পড়ুন ৫০ টাকার কমে) রিচার্জ করা যেতো, কিন্তু এখন নিদেনপক্ষে ১৫০ টাকা দিয়ে রিচার্জ করতেই হয়। তবে Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বা Vi-এর মতো টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের চাহিদা অনুযায়ী একাধিক প্ল্যান অফার করে থাকে, তাই আপনি যদি ২০০ টাকার কমে একটি প্ল্যানের সন্ধানে থাকেন এবং আপনার ডেটা, কলিং, এসএমএস ইত্যাদি যাবতীয় বেনিফিটের প্রয়োজন হয়, তাহলে আপনার সুবিধার জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ এখানে আমরা ওই তিনটি কোম্পানির একই ধরনের প্ল্যান কিছু প্ল্যান সম্পর্কে তথ্য দেব, যা রিচার্জের জন্য বেছে নিলে আপনাকে বেশি খরচ করতে হবেনা।
২০০ টাকার কমে রিচার্জ করতে পারেন এই প্ল্যানগুলি
১. Jio -এর ১৯৯ টাকার প্ল্যান: শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের এই প্ল্যানটির বৈধতা ২৩ দিন। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস/দৈনিক পাওয়া যায়। সাথে থাকে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রি অ্যাক্সেস।
২. Airtel -এর ১৯৯ টাকার প্ল্যান: এতে ৩০ দিনের বৈধতায় ৩ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, ৩০০টি এসএমএস এবং ৫ টাকার টকটাইম পাওয়া যাবে। এছাড়াও, আপনি পাবেন ফ্রি হ্যালোটিউন এবং উইঙ্ক ফ্রি মিউজিকের অ্যাক্সেস।
৩. Vodafone Idea -এর ১৯৯ টাকার প্ল্যান: অন্য কোম্পানির তুলনায় ভোডাফোনের এই প্ল্যানের বৈধতা কম – মাত্র ১৮ দিন। এতে ইউজারদের প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস ব্যবহার করতে দেওয়া হয়। মেলে অতিরিক্ত ৩ দিনের জন্য ২ জিবি ডেটাও। এছাড়া এটি Vi Movies & TV Basic-এর অ্যাক্সেসও দেবে।