বন্ধ হবে WhatsApp, Telegram এর ভয়েস কল ও মেসেজ পরিষেবা? ট্রাইকে অনুরোধ জিও, এয়ারটেল ও ভিআই এর
ঘুম উড়তে চলেছে WhatsApp, Telegram ও গুগল আরসিএসের মতো মেসেজিং অ্যাপগুলোর। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, Jio, Airtel...ঘুম উড়তে চলেছে WhatsApp, Telegram ও গুগল আরসিএসের মতো মেসেজিং অ্যাপগুলোর। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, Jio, Airtel এবং Vodafone Idea অর্থাৎ Vi, ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া)-এর কাছে এই মেসেজিং অ্যাপগুলির জন্য নতুন নিয়ম আনার আবেদন করেছে। মোবাইল অপারেটরদের মতো পরিষেবা দিতে ওটিটি অ্যাপগুলির লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে টেলিকম সংস্থাগুলি।যদিও বিভিন্ন ওটিটি অ্যাপ এর বিরোধিতা করে জানিয়েছে, তারা তথ্যপ্রযুক্তি আইনের আওতায় তাদের পরিষেবা দিচ্ছে।
ওটিটি অ্যাপের বিরোধিতা
ট্রাইয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এয়ারটেলের তরফে জানানো হয়েছে, "ওটিটি পরিষেবা এবং অ্যাপ্লিকেশন বহুগুণ বেড়েছে। বিভিন্ন বাধা এবং ব্রডব্যান্ড কানেক্টিভিটির অনুপস্থিতির কারণে, তাদের প্রসার বিশ্বব্যাপী হয়ে উঠেছে। নির্দিষ্ট কোনো অ্যাপের নাম উল্লেখ না করে রিপোর্টে বলা হয়েছে, টেলিকম অপারেটরদের টেক্সট ও ভয়েস পরিষেবার বিকল্প হয়ে উঠেছে ওটিটি সংস্থাগুলি।
টেলিকম লাইসেন্সিং সিস্টেম পরিবর্তনের ওপর জোর
রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া বিদ্যমান টেলিকম লাইসেন্সিং সিস্টেমে পরিবর্তন আনার উপর জোর দিয়েছে। সারা ভারতে একটি লাইসেন্স – ইউনিফায়েড সার্ভিসেস অথরাইজেশন (ন্যাশনাল) চালু করার ট্রাই-এর প্রস্তাবকেও সমর্থন করেছে তারা।
উল্লেখ্য, সারা ভারতে একটি লাইসেন্সের প্রস্তাবটি ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ ৩০ বছরের মধ্যে লাইসেন্সিং ব্যবস্থায় প্রথম প্রয়োজনীয় এবং বড় পরিবর্তন হতে পারে। এতে ব্যবসা যেমন সহজ হবে, তেমনি নিয়ম-কানুন সহজ হবে এবং খরচও কমবে।