রোজ ২ জিবি ডেটা দরকার? Jio, Airtel ও Vi এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান দেখে নিন

Jio Airtel Vi Plans - রিলায়েন্স জিও ১৯৮ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে। এখানে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এরসাথে মেলে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রত্যহ ১০০ এসএমএস এর সুবিধা।

Puja Mondal 11 Nov 2024 11:55 AM IST

অনেক গ্রাহক আছেন যাদের দৈনিক বেশি ডেটা প্রয়োজন হয়। এই কারণে টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের জন্য রোজ ২ জিবি বা তার বেশি ডেটা অফারকারী প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্রতিবেদনে আমরা Jio, Airtel ও Vi এর সবচেয়ে সস্তা প্রত্যহ ২ জিবি ডেটা অফারকারী প্ল্যান সম্পর্কে বলবো। এরমধ্যে জিও ও এয়ারটেল তাদের ২ জিবি ডেটা রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা অফার করে। তবে যেহেতু ভোডাফোন আইডিয়া এখনও ৫জি নেটওয়ার্ক লঞ্চ করেনি, তাই টেলিকম কোম্পানিটি এই ধরনের কোনো সুবিধা দেয় না। তবে তারা ১৩০ জিবি পর্যন্ত ফ্রি ডেটা দেবে বলে জানিয়েছে। আসুন এয়ারটেল, জিও ও ভিআই এর সবথেকে সস্তা ২ জিবি ডেটা প্ল্যান দেখে নেওয়া যাক।

রিলায়েন্স জিও ২ ডেটা প্ল্যান: ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও ১৯৮ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে। এখানে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এরসাথে মেলে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রত্যহ ১০০ এসএমএস এর সুবিধা। আর এই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। আর এখানে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সাবস্ক্রিপশন দেওয়া হয়। এর সাথে নির্বাচিত গ্রাহকরা আনলিমিটেড ৫জি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবে।

এয়ারটেল ২ জিবি ডেটা প্ল্যান: ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের গ্রাহকরা এক মাসের জন্য রোজ ২ জিবি ডেটা পেতে চাইলে ৩৭৯ টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করতে হবে। এখানেও আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা রয়েছে। আবার আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যাবে এই প্ল্যানে। এর সাথে রয়েছে এক্সট্রিম প্লে, ফ্রি হ্যালোটিউনস ও অ্যাপোলো ২৪/৭ সার্কেলের সাবস্ক্রিপশন।

ভোডাফোন আইডিয়া ২ জিবি ডেটা প্ল্যান: ৩৬৫ টাকার রিচার্জ প্ল্যান

ভিআই গ্রাহকরা সবচেয়ে সস্তায় ২ জিবি ডেটা পেতে চাইলে ৩৬৫ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ও ভিআই হিরো আনলিমিটেডের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ গ্রাহকরা সপ্তাহের অবশিষ্ট ডেটা রবিবার ব্যবহার করতে পারবে, রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হবে।

Show Full Article
Next Story