Jio Vi Airtel to BSNL Port: ৩ জুলাই মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়তেই সিম পোর্টের রেকর্ড, কীভাবে পোর্ট করবেন

চলতি মাসের শুরুতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করার পর আলোচনায় চলে আসে...
ANKITA 28 July 2024 4:29 PM IST

চলতি মাসের শুরুতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করার পর আলোচনায় চলে আসে বিএসএনএল। সোশ্যাল মিডিয়ায় মোবাইল নম্বর পোর্ট করার নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়। এরপরেই দেখা যায় হাজার হাজার নতুন গ্রাহক বিএসএনএলে যোগ দিচ্ছেন। সম্প্রতি ট্রাইয়ের রিপোর্টেও এই তথ্য সামনে এসেছে। চলতি মাসে রেকর্ড সংখ্যক সিম পোর্ট হয়েছে বলে জানা গেছে।

মোবাইল নম্বর পোর্টেবিলিটি কি

টেলিকমিউনিকেশন বিভাগ (ডট) মোবাইল ব্যবহারকারীদের নম্বর পরিবর্তন না করেই তাদের নেটওয়ার্ক সরবরাহকারী পরিবর্তন করার অনুমতি দেয়। একেই বলে মোবাইল নম্বর পোর্টেবিলিটি। অর্থাৎ ধরুন আপনি জিও সিম ব্যবহার করেন, কিন্তু আপনি জিওর নেটওয়ার্ক এবং পরিষেবা এখন আর পছন্দ করছেন না, তাহলে আপনি আপনার মোবাইল নম্বর পরিবর্তন না করেই এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল, যেকোনো সংস্থার পরিষেবা উপভোগ করতে পারেন।

মোবাইল নম্বর পোর্টের সংখ্যা ১০০ কোটি পার

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, মানুষ প্রয়োজন মতো এই পরিষেবা ব্যবহার করছে। ৬ জুলাই পর্যন্ত মোবাইল নম্বর পোর্টেবিলিটির সংখ্যা ১০০ কোটির গন্ডি পার করেছে। উল্লেখ্য, ভারতে এমএনপি সেবা চালু হয় ২০১১ সালের ২০ জানুয়ারি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর মতে, ভারতে প্রতি মাসে গড়ে প্রায় ১১ মিলিয়ন মোবাইল সিম পোর্টের অনুরোধ আসে।

ট্রাই জানিয়েছে, ২০২৪ সালের ৬ জুলাই ভারত মোবাইল নম্বর পোর্টের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। এদেশে ১০০ কোটি মোবাইল নম্বর পোর্টিংয়ের অনুরোধ করেছে। আমরা যদি এই বছরের মে মাসের কথা বলি, তবে সেই মাসে ১.২ কোটি মোবাইল নম্বর পোর্ট করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মোবাইল নম্বর পোর্টেবিলিটির নিয়মে বদল আনার কথা ঘোষণা করেছে ট্রাই। এমন পরিস্থিতিতে মোবাইল নম্বর পোর্ট করার জন্য ব্যবহারকারীদের এখন ৭ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সিম বা মোবাইল নম্বর পোর্ট করার নতুন নিয়ম

ট্রাই জানিয়েছে যে নতুন নিয়মের সাথে, সিম সোয়াপের ঘটনা হ্রাস পাবে। ২০২৪ সালের ১৪ মার্চ দেশে জারি করা টেলিকম মোবাইল নম্বর পোর্টেবিলিটির নবম সংশোধনী বিলটি ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নতুন সিম নেওয়ার ৭ দিনের মধ্যে আবেদন করলে ইউপিসি (নম্বর) ইস্যু করা হবে না।

কীভাবে রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া থেকে বিএসএনএল-এ সিম পোর্ট করবেন

আপনি যদি জিও, ভোডাফোন আইডিয়া বা এয়ারটেল গ্রাহকরা হন এবং আপনার সিম বা মোবাইল নম্বর বিএসএনএল-এ সিম পোর্ট করতে চান, তাহলে আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে PORT লিখে স্পেস দিয়ে মোবাইল নম্বর লিখুন এবং পাঠিয়ে দিন ১৯০০ নম্বরে। এরপরে ইউনিক কোড পাবেন, সেটি নিকটবর্তী বিএসএনএল অফিসে নিয়ে গিয়ে দেখিয়ে সিম পোর্ট করার আবেদন করতে পারেন।

Show Full Article
Next Story