২৯৯ টাকায় আনলিমিটেড 5G ডেটা ও কলিং, Jio, Airtel ও Vodafone Idea -র সস্তা প্ল্যানগুলি দেখে নিন

এমন অনেক গ্রাহক আছেন যারা সাশ্রয়ী মূল্যের পোস্টপেইড প্ল্যানের খোঁজ করে থাকেন। তাদের কথা ভেবে Airtel, Jio এবং Vodafone...
techgup 17 Aug 2023 7:24 PM IST

এমন অনেক গ্রাহক আছেন যারা সাশ্রয়ী মূল্যের পোস্টপেইড প্ল্যানের খোঁজ করে থাকেন। তাদের কথা ভেবে Airtel, Jio এবং Vodafone Idea বিভিন্ন রকম সস্তার পোস্টপেইড প্ল্যান অফার করে থাকে। আর এই প্ল্যানগুলিতে একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা Airtel, Jio এবং Vodafone Idea-র এমনই কিছু সস্তা ও এন্ট্রি লেভেল পোস্টপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করবো। চলুন প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Reliance Jio-র সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিওর সব থেকে সস্তার পোষ্টপেইড প্ল্যানটি হল ২৯৯ টাকার প্ল্যান। এতে গ্রাহকেরা পেয়ে যাবেন মোট ৩০ জিবি ডেটা, আর এই ডেটার কোটা শেষ হয়ে যাওয়ার পর মাত্র ১০ টাকার বিনিময়ে ব্যবহারকারীরা অতিরিক্ত ডেটাও পেয়ে যাবেন। এছাড়াও, এখানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে। শুধু তাই নয়, অতিরিক্ত সুবিধা হিসেবে বিনামূল্যে মিলবে জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও টিভির সাবস্ক্রিপশন। উল্লেখ্য, এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন।

Airtel-এর সবথেকে সস্তার পোস্টপেইড প্ল্যান

ভারতি এয়ারটেলের সবথেকে সস্তার পোস্টপেইড প্ল্যান হলো ৩৯৯ টাকার প্ল্যান, আর এতে গ্রাহকদের মোট ৪০ জিবি ডেটা অফার করা হয়, যা জিওর ২৯৯ টাকার প্ল্যানের থেকে অনেকটাই বেশি। এই প্ল্যানের গ্রাহকেরা আনলিমিটেড ৫জি ডেটা পাওয়ার যোগ্যও বটে। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে এয়ারটেলের থ্যাঙ্ক ইউ অ্যাপ ব্যবহার করতে হবে। তাছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধাও দেওয়া হয়।

Vodafone idea-র সব থেকে সস্তা পোস্টপেইড প্ল্যান

Vodafone idea-র সব থেকে সস্তা পোস্টপেইড প্ল্যানটির জন্য আপনাকে খরচ করতে হবে ৪০১ টাকা, যা অন্যান্য প্ল্যানগুলোর তুলনায় সব থেকে বেশি। উল্লেখ্য, গত বছরে এই প্ল্যানটির দাম ছিল ৩৯৯ টাকা। তবে এই প্ল্যানটির দাম বেশি হলেও এতে বাকি দুটি প্ল্যানের থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। এখানে গ্রাহকেরা আনলিমিটেড ভয়েস কলিং, ৩০০০ টি এসএমএস এবং মোট ৫০ জিবি ডেটা পাবেন। এছাড়াও, এতে পাওয়া যাবে রাত ১২টা থেকে ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা, ভিআই মুভিস অ্যান্ড টিভি, হাঙ্গামা মিউজিক এবং ভিআই গেমস উপভোগ করার সুযোগ। পাশাপাশি ব্যবহারকারীদের এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, সোনি লিভ মোবাইল সাবস্ক্রিপশন এবং সান নেক্সট প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগও দেওয়া হবে।

Show Full Article
Next Story
Share it