সবচেয়ে সস্তা প্ল্যান রিচার্জ করতে চান? Airtel, Jio ও Vi দিচ্ছে সেই স্বাধীনতা
বর্তমান সময়ে প্রিপেইড রিচার্জ প্ল্যানের গুরুত্ব সম্পর্কে কাউকেই আর নতুন করে কিছু বলার কোনো প্রয়োজন পড়ে না। অন্ন,...বর্তমান সময়ে প্রিপেইড রিচার্জ প্ল্যানের গুরুত্ব সম্পর্কে কাউকেই আর নতুন করে কিছু বলার কোনো প্রয়োজন পড়ে না। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো এই জিনিসটিও এখন মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। ভারতের প্রধান তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি Reliance Jio, Airtel, এবং Vodafone Idea বা Vi ইউজারদের সুবিধার্থে মার্কেটে বিভিন্ন রেঞ্জের হরেক রকমের সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান মজুত রেখেছে। তবে করোনা মহামারির পর থেকে মানুষের পকেটের অবস্থা কিছুটা বেসামাল হয়ে যাওয়ায় এখন মার্কেটে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের চাহিদাই বেশি। কিন্তু এই প্ল্যানগুলিতে উপলব্ধ ডেটা যদি কখনো দিনের মাঝপথে শেষ হয়ে যায়, তাহলে তখন ইউজারদেরকে বেশ সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে তখন তারা কাজ চালানোর জন্য স্বল্প মূল্যের কোনো ডেটা প্যাকের সন্ধান করেন। চলতি সময়ে সস্তার এই ডেটা ভাউচারগুলিও কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাপকভাবে সহায়তা করে ইউজারদের। তাই এই প্রতিবেদনে আমরা দেশের সেরা তিনটি টেলিকম কোম্পানি কর্তৃক প্রদত্ত সাশ্রয়ী মূল্যের কয়েকটি রিচার্জ প্ল্যানের পাশাপাশি স্বল্প দামে উপলব্ধ কয়েকটি ডেটা প্যাকের কথা আপনাদেরকে জানাতে চলেছি।
Reliance Jio
বিগত বেশ কয়েক বছর ধরে অন্যান্যদের তুলনায় ইউজারদেরকে সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করে জিও ইতিমধ্যেই আপামর ভারতবাসীর মনের মণিকোঠায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটির ঝুলিতে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। কোম্পানির ১৪৯ টাকা, ১৭৯ টাকা এবং ২০৯ টাকার রিচার্জ প্ল্যানে যথাক্রমে ২০ দিন, ২৪ দিন এবং ২৮ দিনের মেয়াদে দৈনিক ১ জিবি করে ডেটা পাওয়া যায়। সেইসাথে আনলিমিটেড কলিং, এবং রোজ ১০০ টি করে এসএমএস করার সুবিধাও উপলব্ধ রয়েছে। আবার যাদের খুব বেশি ডেটার প্রয়োজন নেই, তারা সংস্থার ১৫৫ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড কলিং, ৩০০ টি এসএমএস সহ মোট ২ জিবি ডেটা পাওয়া যায়। উল্লেখ্য যে, উপরিউক্ত সবকটি প্ল্যানেই এক্সট্রা বেনিফিট হিসেবে ব্যবহারকারীরা JioTV, JioSecurity, JioCinema এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
অন্যদিকে ডেটা প্যাকের কথা বললে, সংস্থাটি ইউজারদেরকে ২৫ টাকায় ২ জিবি, ৬১ টাকায় ৬ জিবি, এবং ১২১ টাকায় ১২ জিবি অতিরিক্ত ডেটা প্রদান করে। প্রসঙ্গত বলে রাখি, যে-কোনো ডেটা প্ল্যানের মেয়াদ ইউজারদের বিদ্যমান রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটির সমতুল্য।
Airtel
দেশের দ্বিতীয় বৃহত্তম এই টেলিকম কোম্পানিটির পোর্টফোলিওতেও মিলবে সাশ্রয়ী মূল্যের একাধিক রিচার্জ প্ল্যান। সংস্থার ২০৯ টাকার প্ল্যানে ২১ দিনের মেয়াদে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, রোজ ১ জিবি করে ডেটা, এবং দৈনিক ১০০ টি করে এসএমএস খরচের সুযোগ পাবেন ইউজাররা। আবার যাদের দৈনিক ডেটার প্রয়োজন নেই, তারা সংস্থার ১৫৫ টাকা কিংবা ১৭৯ টাকার প্ল্যান দুটি রিচার্জ করার কথা ভেবে দেখতে পারেন। উক্ত প্ল্যান দুটিতে যথাক্রমে ২৪ ও ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড কলিং ও ৩০০ টি এসএমএস করার সুবিধা সহ যথাক্রমে মোট ১ জিবি এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। উল্লেখ্য যে, উপরিউক্ত তিনটি প্ল্যানেই এক্সট্রা বেনিফিট হিসেবে ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে।
এছাড়া, ইউজারদের যদি বিদ্যমান প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটার প্রয়োজন হয়, তবে তারা ১৪৮ টাকা, ১১৮ টাকা, ৯৮ টাকা বা ৫৮ টাকার ভাউচার রিচার্জ করতে পারেন, যেগুলিতে যথাক্রমে ১৫ জিবি, ১২ জিবি, ৫ জিবি এবং ৩ জিবি ডেটা পাওয়া যায়।
Vodafone Idea
দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটিও ইউজারদেরকে সাশ্রয়ী মূল্যে একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। সংস্থার ১৯৯ টাকা, ২৩৯ টাকা এবং ২৬৯ টাকার রিচার্জ প্ল্যানে যথাক্রমে ১৮ দিন, ২৪ দিন এবং ২৮ দিনের মেয়াদে রোজ ১ জিবি করে ডেটা খরচের সুবিধা পাওয়া যায়। সেইসাথে এই প্ল্যানগুলিতে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং রোজ ১০০ টি করে এসএমএসের সুবিধাও উপলব্ধ রয়েছে।
আবার যাদের দৈনিক ডেটার খুব একটা প্রয়োজন হয় না, তারা সংস্থার ১৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ মোট ১ জিবি ডেটা পাওয়া যায়। অন্যদিকে, ১৫৫ টাকার প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা ২৪ দিনের মেয়াদে মোট ১ জিবি ডেটা, যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, এবং মোট ৩০০ টি এসএমএস খরচের সুবিধা পেতে সক্ষম হবেন। আবার, ২০৯ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতায় অফুরন্ত ভয়েস কলিং, মোট ৪ জিবি ডেটা সহ রোজ ১০০ টি করে এসএমএস করার সুবিধা পাওয়া যাবে।