অপেক্ষা শেষ, আজই দেশে 5G চালু করতে পারে Jio, Airtel, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

ভারতের দুই প্রধান টেলিকম অপারেটর, Airtel ও Reliance Jio আজ অর্থাৎ ১৫ আগস্ট, ২০২২ 5G পরিষেবা চালু করতে পারে। Airtel ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা…

ভারতের দুই প্রধান টেলিকম অপারেটর, Airtel ও Reliance Jio আজ অর্থাৎ ১৫ আগস্ট, ২০২২ 5G পরিষেবা চালু করতে পারে। Airtel ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা আগস্টেই 5G পরিষেবার সূচনা করবে। আবার Jio-র চেয়ারম্যান, মুকেশ আম্বানি ইঙ্গিত দিয়েছেন যে, ৭৬তম স্বাধীনতা দিবসের দিন তারা 5G নেটওয়ার্ক লঞ্চ করবে। এর আগে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রীর অফিস (PMO) টেলিকম বিভাগ (DoT) কে দ্রুত দেশে 5G চালু করার জন্য জানিয়েছে।

সেই কারণেই আজ সমগ্র দেশবাসী অধির আগ্রহে অপেক্ষা করছেন Jio ও Airtel-এর তরফে এমন কোনো ঘোষণার। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলেছেন, 5G নিয়ে অপেক্ষা আমাদের শেষ হতে চলেছে। যদিও কোনো সংস্থার তরফে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।

Jio শুরুতে ১০০০ শহরে 5G চালু করবে

২০২২ অর্থবর্ষের রিপোর্টে রিলায়েন্স জিও জানিয়েছে, তারা শুরুতে ১০০০ শহরে ৫জি চালু করার পরিকল্পনা গ্রহন করেছে। এরমধ্যে কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরুর মতো শহর রয়েছে। মনে করা হচ্ছে জিও সবচেয়ে ভালো ৫জি পরিষেবা দেবে। কারণ তারাই সবচেয়ে বেশি ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে।

Airtel ২০২৪ সালের মধ্যে ৫০০০ শহরে 5G চালু করবে

এদিকে ভারতের দ্বিতীয় টেলিকম সংস্থা, এয়ারটেল জানিয়েছে, তারা ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে দেশের প্রায় ৫,০০০ শহরে 5G নেটওয়ার্ক রোলআউট করতে বদ্ধপরিকর। টেলকোর এমডি (MD) গোপল ভিত্তল জানিয়েছেন যে, দেশবাসীকে 5G ব্যবস্থার সাথে পরিচয় করানোর ক্ষেত্রে তারা অগ্রণী হিসেবেই কাজ করবেন।