কাল থেকে ৬০০ টাকা বেড়ে যাবে, আজই সস্তায় রিচার্জের শেষ সুযোগ জিও ও এয়ারটেল গ্রাহকদের জন্য
৩ জুলাই থেকে জিও এবং এয়ারটেলের অনেক প্রিপেড প্ল্যান ব্যয়বহুল হচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি সারাবছর বেশি ডেটা উপভোগ...৩ জুলাই থেকে জিও এবং এয়ারটেলের অনেক প্রিপেড প্ল্যান ব্যয়বহুল হচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি সারাবছর বেশি ডেটা উপভোগ করতে চান এবং পুরানো মূল্যে পুরো বছর কল করতে চান তবে আজই আপনার কাছে শেষ সুযোগ। রিলায়েন্স জিও ও এয়ারটেলের ৩৬৫ দিনের প্ল্যানের দাম আগামিকাল থেকে ৬০০ টাকা বেড়ে যাবে। তাই এক বছর খরচ বাঁচিয়ে আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস এর সুবিধা উপভোগ করতে চাইলে নীচের প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন।
জিও -র ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র এই প্ল্যানের জন্য ৩ জুলাই থেকে খরচ পড়বে ৩,৫৯৯ টাকা। তাই আপনি যদি ৬০০ টাকা সাশ্রয় করতে চান তবে আজই এই প্ল্যানটি রিচার্জ করুন। এমনকি যদি বর্তমান প্ল্যানের বৈধতা বাকি থাকে তাহলেও আপনি রিচার্জ করতে পারেন। বর্তমান প্ল্যানের বৈধতা শেষ হওয়ার পরে, এই এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। এর বৈধতা ৩৬৫ দিন।
এখাধে আপনি রোজ ২.৫ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মোট ৯১২.৫ জিবি ডেটা পাবেন। আবার যোগ্য জিও ব্যবহারকারীদের আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা দেওয়া হবে। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। সাথে মিলবে জিও সিনেমা এবং জিও টিভির ফ্রি সাবস্ক্রিপশন।
এয়ারটেল এর ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ আসা এয়ারটেলের এই প্ল্যানটি কাল থেকে ব্যয়বহুল হচ্ছে। আপনি যদি আজই এটি রিচার্জ না করেন তাহলে কাল থেকে আপনাকে এর জন্য আরও ৬০০ টাকা খরচ করতে হবে। দাম বাড়ার পর এয়ারটেলের এই প্ল্যানের নতুন দাম ৩৫৯৯ টাকা।
সুবিধার কথা বললে, এখানে আপনি প্রতিদিন ২ জিবি ডেটা হিসেবে মোট ৭৩০ জিবি ডেটা পাবেন। সাথে রয়েছে আনলিমিটেড ৫জি ডেটা। এখানে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হবে। এই এয়ারটেল প্ল্যানের সাথে উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।