ইন্সটলেশনে ১০০০ টাকা ছাড়! ৫০ দিন নিশ্চিন্তে ইন্টারনেট, নতুন জিও এয়ারফাইবার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার

নতুন জিও এয়ারফাইবার নেবেন ভাবছেন? দুর্দান্ত প্ল্যান হাজির করল সংস্থা। ৫০ দিন নিশ্চিন্তে ইন্টারনেট। সঙ্গে ইন্সটলেশন চার্জে ১০০০ টাকা ছাড়। এই প্ল্যানের দাম কত জেনে নিন।

Suvrodeep Chakraborty 25 Nov 2024 10:53 PM IST

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। ৪৫ কোটি গ্রাহক রয়েছে সংস্থার। ৪জি ও ৫জি পরিষেবা সবথেকে বেশি জনপ্রিয় জিও -র। তবে মোবাইল পরিষেবা ছাড়াও ব্রডব্যান্ড পরিষেবাতেও রীতিমতো বাজার কাঁপাচ্ছে জিও ফাইবার এবং জিও এয়ারফাইবার। যারা নতুন কানেকশন নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য দারুন প্ল্যান হাজির করেছে সংস্থা। যেসব গ্রাহক ইতিমধ্যে জিও ৫জি ব্যবহার করছেন তাদের জন্য সীমিত সময়ের জন্য নতুন অফার ঘোষণা করেছে সংস্থা।

জিও এয়ারফাইবার ব্রডব্যান্ড পরিষেবা ১১১১ টাকায়

সম্প্রতি, নতুন গ্রাহকদের জন্য জিও একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই গ্রাহকরা ১১১১ টাকায় জিও এয়ারফাইবার ব্রডব্যান্ড পরিষেবা নিতে পারেন। এতে ৫০ দিন নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে সবথেকে বড় বিষয় হল, জিও এয়ারফাইবারের জন্য যে ১০০০ টাকা ইন্সটলেশন চার্জ লাগে তা মকুব করার সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।

এর আগে ৩ মাস, ৬ মাস ও ১২ মাসের দীর্ঘমেয়েদী প্ল্যানের জন্যই ইন্সটলেশন ফি মকুব করেছিল জিও। এবার কম মেয়াদের প্ল্যানেও সেই সুবিধা পাওয়া যাবে। ৫০ দিনের মেয়াদের সঙ্গে বিনামূল্যে ইন্সটল করা যাবে জিও এয়ারফাইবার। দেশের একাধিক প্রান্তে বর্তমানে জিও এয়ারফাইবার ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে। জিও-এর লক্ষ্য, এই ব্রডব্যান্ড পরিষেবার আওতায় ১০ লাখ বাড়িকে অন্তর্ভুক্ত করা।

প্রসঙ্গত, ব্রডব্যান্ড ও মোবাইল রিচার্জের বাইরে সস্তায় ৫জি ফোন তৈরি করার জন্য প্রস্তুতি শুরু করেছে জিও। ইতিমধ্যে সরঞ্জাম প্রস্তুতকারকের সাথে আলোচনা শুরু করেছে সংস্থা। নাম না জানা গেলেও, সূত্রের খবর এটি একটি মার্কিন সেমিকন্ডাক্টর প্রযুক্তি সংস্থা কোয়ালকম।

এই প্রসঙ্গে জিও-এর ভাইস প্রেসিডেন্ট, সুনীল দত্ত জানিয়েছেন যে, তারা বিভিন্ন স্মার্টফোন নির্মাতাদের সাথে সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছে। ডিভাইস উৎপাদন এবং অংশীদারিত্বের উপর মনোনিবেশ করতে চাইছে জিও। পাশাপাশি বাজেট-কেন্দ্রিক ৫জি স্মার্টফোনগুলিতে কোনও নেটওয়ার্ক কানেকশনের সমস্যা যাতে না হয় সেটাও নিশ্চিত করা হচ্ছে।

Show Full Article
Next Story