Jio-র কোটি কোটি গ্রাহকদের জন্য সুখবর, এক রিচার্জেই সারাবছর 2.5GB ইন্টারনেট ও কলিং

Jio 3599 টাকার প্রিপেইড প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এই প্ল্যান রিচার্জ করলে আপনি 365 দিনের ভ্যালিডিটি পাবেন। এর সাথে মোট 912 জিবির বেশি ডেটা পাওয়া যাবে। এর অর্থ আপনি প্রতিদিন 2.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া সমস্ত নেটওয়ার্কের আনলিমিটেড ফ্রি কলিং ও রোজ 100 এসএমএস দেওয়া হয়।

Julai Mondal 8 Dec 2024 8:01 PM IST

আপনি যদি জিও সিম ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করেন না। কারণ ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি গ্রাহকদের 84 দিন থেকে শুরু করে 365 দিন পর্যন্ত দীর্ঘ মেয়াদী প্ল্যান অফার করে। অর্থাৎ মাত্র একটি প্ল্যান সাবস্ক্রাইব করে Jio গ্রাহকরা সারা বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও জিও-র পোর্টফোলিওতে প্রায় 11 মাসের ভ্যালিডিটি সহ প্ল্যানও আছে।

আমাদের সবার প্রতি মাসে রিচার্জ করতে অসহ্য লাগে। কারণ স্বল্পমেয়াদী হওয়ায় প্ল্যানগুলি দ্রুত শেষ হয়ে যায় বলে মনে হয়। তবে দীর্ঘ মেয়াদী প্ল্যানের ক্ষেত্রে বারবার রিচার্জের ঝক্কি পোহাতে হয় না। তাই এই প্রতিবেদনে আমরা Jio -র জনপ্রিয় তিনটি বার্ষিক রিচার্জ প্ল্যানের বিষয়ে বলবো, যেখানে 365 দিন ও 336 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আর এই দুই প্ল্যান ডেটা, কলিং ছাড়াও বিভিন্ন সুবিধা দেয়।

Jio 3599 টাকার প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিওর এই প্রিপেইড প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এই প্ল্যান রিচার্জ করলে আপনি 365 দিনের ভ্যালিডিটি পাবেন। এর সাথে মোট 912 জিবির বেশি ডেটা পাওয়া যাবে। এর অর্থ আপনি প্রতিদিন 2.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া সমস্ত নেটওয়ার্কের আনলিমিটেড ফ্রি কলিং ও রোজ 100 এসএমএস দেওয়া হয়। সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডে বিনামূল্যে অ্যাক্সেস মিলবে।

Jio 3999 টাকার প্রিপেইড প্ল্যান

জিও-র কাছে 3,999 টাকার আরেকটি অ্যানুয়াল রিচার্জ প্ল্যানও রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটিও 365 দিন। আর এই রিচার্জ প্ল্যানেও প্রতিদিন 2.5 জিবি ডেটা পাওয়া যাবে। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং ও প্রতিদিন 100 টি ফ্রি এসএমএসও দেওয়া হয়। আবার অন্যান্য প্ল্যানের মতো এখানেও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া এই জিও প্ল্যানের সাথে FanCode সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।

Jio 1899 টাকার প্রিপেইড প্ল্যান

গ্রাহকদের জন্য জিও-র সস্তা বার্ষিক প্ল্যানও রয়েছে। 1899 টাকার এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 336 অর্থাৎ প্রায় 11 মাস। যদি ডেটা বেনিফিটের কথা বলেন, তবে এখানে মোট 24 জিবি ডেটা দেওয়া হয়। আপনি যদি এককালীন 3 হাজার টাকা খরচ করতে না চান, তাহলে জিওর এই প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

Show Full Article
Next Story