Jio-র সেরা ও লম্বা ভ্যালিডিটির 5G রিচার্জ প্ল্যান, পাবেন আনলিমিটেড ইন্টারনেট ও কল
রিলায়েন্স জিও 899 টাকার এবং 349 টাকার প্ল্যানগুলিকে সেরা 5G প্ল্যান হিসাবে দাবি করেছে। এই দুই প্ল্যানে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন।
রিলায়েন্স জিও সারা দেশেই 5G নেটওয়ার্ক অফার করে। আর সংস্থাটি নির্বাচিত কিছু প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগও দেয়। আপনি যদি নিজেও এই সুবিধা পেতে চান তবে Jio-র ওয়েবসাইট ও অ্যাপ থেকে নির্বাচিত প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। তবে জিও এই প্ল্যানগুলির মধ্যে দুটি প্ল্যানকে সেরা 5G প্ল্যানের ট্যাগ দিয়েছে। চলুন এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio-র সেরা 5G প্ল্যান
রিলায়েন্স জিও 899 টাকার এবং 349 টাকার প্ল্যানগুলিকে সেরা 5G প্ল্যান হিসাবে দাবি করেছে। এই দুই প্ল্যানে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন। আসুন এদের অন্যান্য সুবিধা দেখে নেওয়া যাক।
জিও-র 349 টাকার প্ল্যান
কম বাজেটে সেরা 5G প্ল্যানের কথা বললে, Jio-র 349 টাকার প্ল্যানটি দুর্দান্ত। এর বৈধতা 28 দিন এবং আপনি এখানে প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে ব্যবহারকারীরা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এটি প্রতিদিন 100 টি এসএমএস এবং কিছু জিও অ্যাপ ব্যবহার করতে দেবে
জিও-র 899 টাকার প্ল্যান
আপনি যদি লম্বা ভ্যালিডিটির 5G প্ল্যান খোঁজ করে থাকেন, তবে Jio-র 899 টাকার প্ল্যানটি আপনার জন্য। এখানে গ্রাহকদের প্রতিদিন 2 জিবি করে 5G ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে গ্রাহকরা একদম বিনামূল্যে 20 জিবি অতিরিক্ত ডেটা পান। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস দেওয়া হচ্ছে। জিও-র 899 টাকার প্ল্যানে আপনি 90 দিনের ভ্যালিডিটি পাবেন।
রিলায়েন্স জিও 899 টাকার এবং 349 টাকার প্ল্যানগুলিকে সেরা 5G প্ল্যান হিসাবে দাবি করেছে। এই দুই প্ল্যানে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন।