চুটিয়ে দেখুন IPL, রিচার্জ করুন Jio, Airtel ও Vodafone Idea -র এই সস্তা 2GB ডেটা প্ল্যান

ভারতের প্রথমসারির তিনটি টেলিকম সংস্থা Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের ভিন্ন ভিন্ন...
SUMAN 12 April 2023 2:34 PM IST

ভারতের প্রথমসারির তিনটি টেলিকম সংস্থা Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের ভিন্ন ভিন্ন বেনিফিটের সাথে একাধিক প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান অফার করে। প্রত্যেকটি রিচার্জ প্যাকের অধীনেই আনলিমিটেড ভয়েস কলিং, এসএমএস এবং হাই-স্পিড ইন্টারনেট ডেটা কম্বো হিসাবে দেওয়া হয়৷ যদিও বৈধতা এবং এসএমএস বা ডেটা লিমিটে পার্থক্য লক্ষ্যণীয়। এক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের দৈনিক ২ জিবি ইন্টারনেট ব্যবহারের চাহিদা আছে, তাদের জন্যও স্বতন্ত্র বৈধতা ও দামের সাথে একাধিক প্রিপেইড প্ল্যান বিদ্যমান রয়েছে উল্লেখিত তিনটি সংস্থার পোর্টফোলিওতে। নীচে Jio, Airtel এবং Vi -এর সেই সমস্ত রিচার্জ প্ল্যানগুলি নিয়ে আলোচনা করা হল যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে।

ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) -এর প্রিপেইড প্ল্যান :

ভোডাফোন আইডিয়ার ২ জিবি ডেটা অফারকারী একাধিক প্ল্যান রয়েছে। এক্ষেত্রে দৈনিক ২ জিবি ডেটা সহ সংস্থার সবচেয়ে সস্তা প্ল্যানটির দাম হল ৩১৯ টাকা। এই প্ল্যানের অধীনে গ্রাহকেরা - আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ, সারা দেশে যেকোনো নেটওয়ার্কে STD, লোকাল এবং রোমিং কল বিনামূল্যে করা যাবে। এছাড়া এই প্ল্যানের সাথে ১০০টি এসএমএস পাঠানোর সুবিধাও দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানটি ৩০ দিনের জন্য বৈধ থাকবে।

আপনারা যদি সাশ্রয়ী মূল্যে আরও অধিক বৈধতাসম্পন্ন প্ল্যান কিনতে চান তাহলে, Vodafone Idea -এর ৫৩৯ টাকা এবং ৮৩৯ টাকার প্ল্যান দুটির মধ্যে একটিকে বেছে নিতে পারেন। এই প্ল্যানগুলির বৈধতা যথাক্রমে ৫৬ দিন এবং ৮৪ দিন। প্ল্যান দুটির যাবতীয় বেনিফিট পূর্ববর্তী রিচার্জ প্যাকের অনুরূপ।

এছাড়া, আপনাদের মধ্যে যারা ওটিটি (OTT) প্ল্যাটফর্মের অ্যাক্সেস যুক্ত প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে চান তাদের জন্যেও একটি আদর্শ বিকল্প আছে। ভোডাফোন আইডিয়া তাদের ১,০৬৬ টাকা দামের রিচার্জ প্ল্যানের অধীনে Disney + Hotstar মোবাইল অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন, দৈনিক আনলিমিটেড ভয়েস কলিং এবং ২ জিবি ডেটা অফার করবে পুরো ৮৪ দিনের জন্য।

রিলায়েন্স জিও (Reliance Jio) -এর প্রিপেইড প্ল্যান :

রিলায়েন্স জিও একাধিক ২ জিবি ডেটা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। যেগুলির মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যানের দাম থাকছে ২৪৯ টাকা। এই প্ল্যানটি রিচার্জ করলে - দৈনিক ২ জিবি ডেটার পাশাপাশি ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। প্ল্যানটির বৈধতা ২৩ দিনের। এছাড়া আপনারা ২৯৯, ৫৩৩ এবং ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানগুলির মধ্যে একটি বেছে নিতে পারেন। এই জিও রিচার্জ প্ল্যানগুলির বৈধতা যথাক্রমে - ২৩ দিন, ৫৬ দিন এবং ৮৪ দিন।

এয়ারটেল (Airtel) -এর প্রিপেইড প্ল্যান :

রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার ন্যায় ভারতী এয়ারটেলও রোজ ২ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা সহ একগুচ্ছ প্ল্যান নিয়ে এসেছে। যার মধ্যে সবচেয়ে সস্তার প্ল্যানটি কিনতে খরচ করতে হবার ৩১৯ টাকা। এর বিনিময়ে আপনারা - আনলিমিটেড ভয়েস কল এবং অবশ্যই দৈনিক ২ জিবি ডেটা পাবেন পুরো ১ মাসের জন্য। তবে Airtel Xstream অ্যাপের ফ্রি অ্যাক্সেস সহ একটি রিচার্জ প্যাক কিনতে চাইলে সামান্য বেশি টাকা অর্থাৎ ৩৫৯ টাকা খরচ করতে হবে। বাদবাকি বেনিফিট পূর্ববর্তী প্রিপেইড প্ল্যানের অনুরূপ থাকছে।

তদুপরি, আপনারা যদি এয়ারটেলের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তাহলে ৫৪৯ টাকা বা ৮৩৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। প্রথম প্ল্যানের বৈধতা ৫৬ দিনের এবং দ্বিতীয়টির বৈধতা ৮৪ দিন।

Airtel vs Vi vs Jio: কার প্ল্যান সেরা?

এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া প্রত্যেকটি সংস্থার রিচার্জ প্ল্যান যথেষ্ট ভালো। কিন্তু সেরার সেরা কোনটি এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এক্ষেত্রে যারা সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদি প্ল্যান কিনতে চান তাদের জন্য রিলায়েন্স জিও -এর ২৯৯ টাকা, ৫৩৩ টাকা এবং ৭১৯ টাকার প্ল্যানগুলির আদর্শ।

আপনাদের মধ্যে যারা 'ওভার-দ্য-টপ' (OTT) প্ল্যাটফর্মের অ্যাক্সেস যুক্ত রিচার্জ প্ল্যান কিনতে চান, তারা ভোডাফোন আইডিয়ার নিয়ে আসা ১০৬৬ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। দামে বেশি হলেও, এই প্ল্যানটি কিনলে পুরো ১ বছরের জন্য Disney + Hotstar মোবাইল অ্যাপের অ্যাক্সেস মিলবে।

আর এয়ারটেলের প্ল্যানগুলি খরিদ করলে Airtel Xstream অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করা হবে। উক্ত সংস্থার রিচার্জ প্ল্যানগুলি ভোডাফোন আইডিয়ার থেকে সস্তা, তবে রিলায়েন্স জিওর থেকে অধিক মূল্যের। অর্থাৎ ২ জিবি ডেটা যুক্ত জিওর সবথেকে সাশ্রয়ী মূল্যের প্ল্যানের দাম যেখানে ২৯৯ টাকা, সেখানেই এয়ারটেল চার্জ করছে ৩৫৯ টাকা। এছাড়া এয়ারটেলের দীর্ঘমেয়াদি প্ল্যানগুলির দামও বেশি।

Show Full Article
Next Story