Jio Emergency Data Loan: হঠাৎ ডেটা শেষ? টাকা নেই? কীভাবে জিও-র এমার্জেন্সি ডেটা লোন পাবেন

আপনার হঠাৎ যদি ডেটা শেষ হয়ে যায় আর অ্যাকাউন্টে‌ টাকা না থাকে তাহলে বিপদের বন্ধু হতে পারে জিও-র এমার্জেন্সি ডেটা লোন...
Puja Mondal 6 Oct 2024 7:51 PM IST

আপনার হঠাৎ যদি ডেটা শেষ হয়ে যায় আর অ্যাকাউন্টে‌ টাকা না থাকে তাহলে বিপদের বন্ধু হতে পারে জিও-র এমার্জেন্সি ডেটা লোন (Jio's Emergency Data Loan)। এই পরিষেবায় ২৫ টাকায় ২ জিবি ডেটা পাওয়া যাবে এবং এই অর্থ পরে পরিশোধ করতে হবে। আর জিও-র এমার্জেন্সি ডেটা লোন পরিষেবা কেবল প্রিপেড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

জিও-র এমার্জেন্সি ডেটা লোন (Jio's Emergency Data Loan) কেন প্রয়োজন হয়

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের এমার্জেন্সি ডেটা লোন দিয়ে থাকে। এখানে গ্রাহকরা তাদের দৈনিক ডেটা শেষ করে ফেললে ২ জিবি এমার্জেন্সি ডেটা পেতে পারেন। আর এই ডেটা পাওয়ার জন্য সাথে সাথে কোনো অর্থ পরিশোধ করতে হয় না। অর্থাৎ এখানে 'রিচার্জ নাউ, পে লেটার' পরিষেবা পাওয়া যাবে।

MyJio অ্যাপ থেকে কীভাবে Jio Data Loan পাওয়া যাবে

1) আপনার ফোনে যদি MyJio অ্যাপ না থাকে তাহলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।

2) এবার জিও নম্বর দিয়ে লগইন করুন।

3) এরপর “Mobile Services” অপশন থেকে “Emergency Data Voucher” সেকশনে যেতে হবে।

4) তারপর “Activate Now” অপশনে ক্লিক করলে ২ জিবি ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন।

ফোন কলের মাধ্যমে কীভাবে Jio Data Loan পাবেন

আপনি যদি মাইজিও অ্যাপ ডাউনলোড করতে না পারেন তাহলে ফোন কল করেও ডেটা লোন পেতে পারেন। এরজন্য ১২৯৯ নম্বর ডায়েল করতে হবে।

Show Full Article
Next Story