মিললো সরকারের ছাড়পত্র, শীঘ্রই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেবে Jio

Bharti গ্রুপের অধীনস্থ OneWeb-এর পর এবার ভারতে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লাইসেন্স বা ছাড়পত্র...
techgup 17 Oct 2022 7:44 PM IST

Bharti গ্রুপের অধীনস্থ OneWeb-এর পর এবার ভারতে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লাইসেন্স বা ছাড়পত্র পেয়ে গেল Reliance Jio-র স্যাটেলাইট ইউনিট - জিও স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড (Jio Satellite Communications Ltd.) বা জেএসটিএল (JSTL)। সম্প্রতি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস (Financial Express)-এর এক রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি হালফিলে টেলিযোগাযোগ বিভাগ বা DoT-এর কাছ থেকে জিএমপিসিএস (GMPCS) বা গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট লাইসেন্স পেয়েছে বলে জানা গেছে। ফলে Bharti মালিকাধীন OneWeb-এর পরে দেশের মধ্যে দ্বিতীয় কোম্পানি হিসেবে Jio-র অধীনস্থ স্যাটেলাইট ইউনিটটি সরকারের কাছ থেকে GMPCS লাইসেন্স আদায় করল। খুব স্বাভাবিকভাবেই Reliance Jio-র গ্রাহকদের জন্য এটি যে একটি দারুণ সুখবর, সেকথা বলাই বাহুল্য।

খুব শীঘ্রই দেশজুড়ে স্যাটেলাইট-নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করা শুরু করবে JSTL

এই প্রসঙ্গে বলে রাখি, সরকার কর্তৃক প্রদত্ত জিএমপিসিএস লাইসেন্স পেলে কোনো কোম্পানি তাদের লাইসেন্সপ্রাপ্ত এলাকায় স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস সরবরাহ করার অনুমতি পায়। ফলে জেএসটিএল এবার খুব শীঘ্রই দেশজুড়ে স্যাটেলাইট-নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করা শুরু করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, উপগ্রহ-নির্ভর হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে জিও। ইউজারদেরকে উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য তারা লুক্সেমবার্গ-ভিত্তিক গ্লোবাল স্যাটকম (Satcom) কোম্পানি সেস (SES)-এর সাথে হাত মিলিয়েছে।

আগামী দিনে ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দিতে পারে ইলন মাস্কের Starlink

প্রসঙ্গত উল্লেখ্য যে, হালফিলে টেসলা (Tesla) ও স্পেসএক্স (SpaceX)-এর সিইও ইলন মাস্ক তার স্টারলিঙ্ক (Starlink) ব্র্যান্ডের অধীনে ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের কাছে জিএমপিসিএস পারমিটের আবেদন করেছেন। যদিও পারমিট সরকার এখনও মঞ্জুর করেনি; তবে কেন্দ্রের তরফে ছাড়পত্র মেলা মাত্রই এদেশে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করার নিশ্চিত প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। উল্লেখ্য যে, ভারতে স্টারলিঙ্কের পরিষেবা দেওয়া নিয়ে বহুদিন ধরেই বেশ জলঘোলা চলছে। নিজেদের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার লক্ষ্যে সংস্থার তরফে গত বছর প্রি-বুকিং নেওয়া শুরু করা হলেও কেন্দ্রের নির্দেশে মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে বারংবার হোঁচট খাওয়ার পর এবার যদি শেষমেশ সরকারের তরফে ছাড়পত্র মেলে, তাহলে ভারতী গ্রুপের ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও-র স্যাটেলাইট ইউনিটের পর স্টারলিঙ্ক এদেশের তৃতীয় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা হয়ে উঠবে।

সকলকে জোর টক্কর দিতে মাঠে নামছে Amazon-ও

আপনাদেরকে জানিয়ে রাখি, উপরিউক্ত সংস্থাগুলিকে জোর টক্কর দিতে ইদানিংকালে আর-এক বহুজাতিক মার্কিন সংস্থা Amazon-ও স্যাটেলাইট ইন্টারনেট স্পেসে প্রবেশ করার জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। সম্প্রতি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, অ্যামাজনের প্রোজেক্ট কাইপার (Amazon's Project Kuiper) সারা বিশ্বের মানুষকে সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক সরবরাহের উদ্দেশ্যে হয়তো আগামী বছরের শুরুর দিকে তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা রোলআউট করতে পারে। তবে ভারতে সংস্থাটির পরিষেবা মিলবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story