চীন সীমান্তে পৌঁছে গেল Jio True 5G নেটওয়ার্ক, উত্তর-পূর্ব সার্কেলের ৬টি রাজ্যেই বিনামূল্যে মিলবে পরিষেবা

Reliance Jio True 5G উত্তর-পূর্বাঞ্চলে চিনের সীমান্তে পৌঁছে গেল। আজ কোম্পানির তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব সার্কেলের...
techgup 27 Jan 2023 2:00 PM IST

Reliance Jio True 5G উত্তর-পূর্বাঞ্চলে চিনের সীমান্তে পৌঁছে গেল। আজ কোম্পানির তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব সার্কেলের ৬টি রাজ্যের রাজধানীতে এখন Jio True 5G নেটওয়ার্ক পাওয়া যাবে। এরমধ্যে রয়েছে অরুণাচল প্রদেশের ইটানগর, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলং, মিজোরামের আইজল, নাগাল্যান্ডের কোহিমা ও ডিমাপুর এবং ত্রিপুরার আগরতলা। ২৭ জানুয়ারি থেকে ৬টি রাজ্য ও ৭টি শহরের বাসিন্দারা জিও ওয়েলকাম অফারের সুবিধা গ্রহণ করতে পারবে। এই অফারে ব্যবহারকারীরা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ১ জিবিপিএস+ গতিতে আনলিমিটেড ডেটা পাবেন।

নর্থ ইস্ট সার্কেলে অনেক দুর্গম এলাকা রয়েছে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই এলাকাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর সেইকথা মাথায় রেখেই, ৬টি রাজ্যে ট্রু ৫জি পরিষেবা রোলআউট করেছে জিও। সংস্থার দাবি, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে উত্তর-পূর্ব সার্কেলের সমস্ত শহর এবং সমস্ত তালুকগুলিতে জিও ট্রু ৫জি পরিষেবা পাওয়া যাবে।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, "আজ থেকে উত্তর-পূর্ব সার্কেলের ছয়টি রাজ্যেই True 5G পরিষেবা চালু করতে পেরে Jio গর্বিত। এই উন্নত প্রযুক্তি নির্ভরযোগ্য ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য বিশেষত স্বাস্থ্য ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

এছাড়া কৃষি, শিক্ষা, ই-গভর্নেন্স, আইটি, এসএমই, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গেমিংসহ আরও অনেক খাতকে উৎসাহিত করবে। উত্তর-পূর্ব সার্কেলকে ডিজিটাইজ করার ক্ষেত্রে সহযোগিতার জন্য আমরা রাজ্য সরকারগুলির কাছে কৃতজ্ঞ।

Show Full Article
Next Story