Jio গ্রাহকদের জন্য সুখবর, আনলিমিটেড কল ও ডেটা সহ লঞ্চ হল নতুন দুটি 84 দিনের প্ল্যান
সম্প্রতি Reliance Jio একগুচ্ছ প্রিপেইড প্ল্যান চালু করেছে, যে প্ল্যানগুলিতে গ্রাহকেরা পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা, কলিং ও...সম্প্রতি Reliance Jio একগুচ্ছ প্রিপেইড প্ল্যান চালু করেছে, যে প্ল্যানগুলিতে গ্রাহকেরা পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা, কলিং ও জিও সাভানের সাবস্ক্রিপশন সহ একাধিক সুবিধা। Jio-র এই প্ল্যানগুলি শুরু হয় ২৬৯ টাকা থেকে এবং শেষ প্ল্যানের মূল্য ৭৮৯ টাকা। আর এর মধ্যে দুটি প্ল্যান সেই সমস্ত গ্রাহকদের জন্য আনা হয়েছে, যারা ৮৪ দিনের ভ্যালিডিটি সহ বিভিন্ন সুবিধা দেয়
এই দুই প্রিপেইড প্ল্যানের মূল্য ৭৩৯ টাকা এবং ৭৮৯ টাকা। এদের সাথে গ্রাহকেরা জিও সাভান প্রো-এর সাবস্ক্রিপশনও পাবেন একদম বিনামূল্যে। জানিয়ে রাখি, জিও সাভান প্রো হলো এমন একটি জনপ্রিয় সঙ্গীত স্ট্রিমিং অ্যাপ, যেটি ব্যবহারকারীদের বিজ্ঞাপন মুক্ত সঙ্গীত, আনলিমিটেড ডাউনলোড সহ বিভিন্ন পরিষেবা দেয়
Reliance Jio-এর ৭৩৯ টাকার প্ল্যানের সুবিধা
জিওর এই প্ল্যানের সাথে পাওয়া যাবে ৮৪ দিনের বৈধতা এবং দৈনিক ১.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএস-এর সুবিধা। এই প্ল্যানের দৈনিক ডেটার সীমা অতিক্রম করলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যায়। এছাড়াও এই প্ল্যানের সাথে জিও সাভান প্রো, জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড জাতীয় বিভিন্ন জিও অ্যাপ-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।
Reliance Jio-এর ৭৮৯ টাকার প্ল্যান
আগের প্ল্যানের মতোই এই প্ল্যানটিও ৮৪ দিনের বৈধতা সহ দৈনিক সীমাহীন কলিং ও ১০০ টি এসএমএস-এর সুবিধা দিয়ে থাকে। তবে এই প্ল্যানের ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি হাই স্পিড ডেটা পেয়ে থাকেন। এছাড়া এখানেও জিও সাভান প্রো, জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের মত অ্যাপগুলির বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়।
Reliance Jio-এর নতুন প্রিপেড প্ল্যান
উপরিউক্ত দুটি প্ল্যান ছাড়াও সংস্থাটি, জিও সাভান প্রো-এর সাবস্ক্রিপশন সহ আরো কয়েকটি প্ল্যান চালু করেছে। সেগুলি হল -
২৬৯ টাকার প্ল্যান - এই প্ল্যানটিতে ২৪ দিনের বৈধতা সহ দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়া যায়।
৫২৯ টাকার প্ল্যান - এই প্ল্যানটিতে ৫৬ দিনের বৈধতা সহ দৈনিক ১.৫ জিবি উচ্চগতির ডেটা পাওয়া যায়।
৫৮৯ টাকার প্ল্যান- এই প্ল্যানে পাওয়া যায় ৫৬ দিনের বৈধতা সহ দৈনিক ২ জিবি ডেটা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, Jio ব্যবহারকারীরা যদি Jio 5G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে তারা আনলিমিটেড হাই স্পিড 5G ডেটা উপভোগ করতে পারবেন।
Jio-র 5G পরিষেবা উপভোগ করার জন্য কি করতে হবে?
- প্রথমে ফোনের 'Settings' যান।
- তারপর 'Mobile Network' অপশনে প্রেস করুন।
- এরপর Jio সিম বেছে নিন এবং Network Type বিপল্পে ক্লিক করুন।
- তারপর এই 5G নেটওয়ার্ক নির্বাচন করুন।