প্রতিশোধ নিল গ্রাহকরা, অক্টোবরে এক কোটির বেশি গ্রাহক হারালো Jio, পৌষ মাস BSNL এর
দ্রুত গতির 5G আনা সত্ত্বেও গ্রাহক হারাচ্ছে রিলায়েন্স জিও। এদিন টেলিকম নিয়ন্ত্রক সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, অক্টোবরে প্রায় 37.60 লাখ গ্রাহক জিও ছেড়ে দিয়েছেন। অন্যদিকে, গ্রাহক সংখ্যা বেড়েছে বিএসএনএল ও এয়ারটেলের।
টেলিকম শিল্পে সবথেকে বেশি আধিপত্য Reliance Jio-এর। ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর মুকেশ আম্বানির কোম্পানি। তবে গত কয়েক মাসে প্রচুর মানুষ জিও পরিষেবা ছেড়ে গেছেন। অক্টোবরে প্রায় 37.60 লাখ গ্রাহক হাত ছেড়েছে জিও-এর। এদিন রিপোর্ট প্রকাশ করে তথ্যটি জানাল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাই।
জিও এবং ভোডাফোন আইডিয়া সবথেকে বেশি গ্রাহক হারিয়েছে। অন্যদিকে, গ্রাহক সংখ্যা বেড়েছে BSNL এবং Airtel এর। বিএসএনএলের এই সাফল্যের পিছনে অন্যতম কারণ মনে করা হচ্ছে রিচার্জের দাম বৃদ্ধি।
গ্রাহক হারাচ্ছে Jio
জিও, দেশের বৃহত্তম টেলিকম অপারেটর। কিন্তু সম্প্রতি গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এই কোম্পানি। ট্রাই-এর রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে 37.60 লাখ ব্যবহারকারী হারিয়েছে জিও। সেপ্টেম্বরে হ্রাস হওয়ার সংখ্যাটি ছিল 79.70 লাখ। দুই মাসে এক কোটির বেশি গ্রাহক হারিয়েছে কোম্পানি। যার ফলে বাজারে কোম্পানির শেয়ার 39.9 শতাংশে নেমে এসেছে।
গ্রাহক বাড়ল Airtel এর
ট্রাই-এর ডেটা অনুযায়ী, অক্টোবরে 19.28 লাখ নতুন গ্রাহক যুক্ত করেছে এয়ারটেল। সেপ্টেম্বরে গ্রাহক হারিয়েছিল 14.35 লাখ। উক্ত মাসের তুলনায় অক্টোবরে বৃদ্ধি পেয়েছে সংখ্যা। এছাড়া বেড়েছে গ্রাহক পিছু গড় আয়। বর্তমানে বাজারে এয়ারটেলের শেয়ার 33.5 শতাংশ।
BSNL এবং Vi
তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া উল্লেখযোগ্য পরিমাণে গ্রাহক হারিয়েছে। সেপ্টেম্বরে 15.5 লাখ এবং অক্টোবরে 19.77 গ্রাহক ছেড়ে গেছেন ভিআই। এই কোম্পানির বাজার শেয়ার বর্তমানে 18.30 শতাংশ। অন্যদিকে, সেপ্টেম্বরে 8.5 লক্ষ এবং অক্টোবরে 5 লক্ষ নতুন গ্রাহক যোগ করেছে বিএসএনএল। আর এক রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা এমটিএনএল-এর বাজার শেয়ার কমে দাঁড়িয়েছে 8.22 শতাংশ।
দ্রুত গতির 5G আনা সত্ত্বেও গ্রাহক হারাচ্ছে রিলায়েন্স জিও। এদিন টেলিকম নিয়ন্ত্রক সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, অক্টোবরে প্রায় 37.60 লাখ গ্রাহক জিও ছেড়ে দিয়েছেন। অন্যদিকে, গ্রাহক সংখ্যা বেড়েছে বিএসএনএল ও এয়ারটেলের।