BSNL-কে পাল্টা দিল Jio, নয়া প্ল্যানে থাকছে 6 মাস ভ্যালিডিটি-সহ অফুরন্ত ইন্টারনেট ডেটা
টেলিকম বাজারের প্রতিযোগিতায় BSNL-কে টক্কর দিল Jio। নতুন প্ল্যান আনল কোম্পানি। যেখানে 6 মাস ভ্যালিডিটি এবং 500GB ডেটা পাওয়া যাবে। এটি রিচার্জ করতে কত খরচ হবে জানুন।
গ্রাহকদের ফেরাতে নতুন রিচার্জ প্ল্যান আনল Jio। দাম বৃদ্ধির পর অনেকেই জিও ছেড়ে BSNL- এ স্থানান্তর হয়েছেন। সেইসব গ্রাহকদের আকৃষ্ট করতে 6 মাস ভ্যালিডিটি-সহ নতুন রিচার্জ প্ল্যান আনল কোম্পানি। বর্তমানে, 49 কোটি গ্রাহক রয়েছে জিও’র। তাদের সুবিধার্থে এই দীর্ঘমেয়াদি প্ল্যানটি হাজির করেছে মুকেশ আম্বানির টেলিকম অপারেটর।
জিও’র যে নতুন প্ল্যানটির কথা বলা হচ্ছে, তার খরচ 2025 টাকা। আর কিছুদিন পর শুরু হবে ইংরেজি নতুন বছর 2025। সেই অনুযায়ী দাম রাখা হয়েছে প্রিপেইড প্ল্যানটির। কী কী সুবিধা মিলবে দেখে নিন।
Jio এর 2025 টাকার রিচার্জ
200 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল।
দৈনিক 100টি ফ্রি SMS।
দৈনিক 2.5 জিবি ডেটা (মোট 500 জিবি)।
আপনার এলাকায় যদি জিও 5G নেটওয়ার্ক থাকে এবং আপনার ফোন যদি তা সাপোর্ট করে, তাহলে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।
এই প্ল্যানের ভ্যালিডিটি 200 দিন বা প্রায় 6 মাস।
বাড়তি সুবিধা তথা OTT সাবস্ক্রিপশন
এই প্ল্যান রিচার্জ করলে JioCinema, JioTV এবং JioCloud পরিষেবাগুলির সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। শুধু মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে অ্যাপগুলিতে।
Jio বনাম BSNL
গ্রাহক সংখ্যার নিরিখে দুই কোম্পানির মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তবে BSNL এর একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে, যার দাম অনেক কম। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে বহু গ্রাহক আবার জিও-তে ফিরতে শুরু করেছেন। তাদের আকৃষ্ট করতে জিও’এর এই দীর্ঘমেয়াদি প্ল্যানটি কতটা ফলপ্রসু হয়, সেটাই এখন দেখার।
টেলিকম বাজারের প্রতিযোগিতায় BSNL-কে টক্কর দিল Jio। নতুন প্ল্যান আনল কোম্পানি। যেখানে 6 মাস ভ্যালিডিটি এবং 500GB ডেটা পাওয়া যাবে। এটি রিচার্জ করতে কত খরচ হবে জানুন।