Jio গ্রাহকদের জন্য সুখবর, মাত্র 1 টাকা বেশি দিলেই Amazon Prime একদম ফ্রি
আপনি যদি 84 দিনের বৈধতার সাথে 1029 টাকা প্ল্যানটি রিচার্জ করেন, তবে 2 জিবি দৈনিক ডেটা হিসেবে মোট 168 জিবি ডেটা পাবেন।
Reliance Jio বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে এবং এর মধ্যে কিছু প্ল্যানে ওটিটি সুবিধা পাওয়া যায়। সংস্থাটি 84 দিনের বৈধতা সহ বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছে। আমরা এখানে একটি ওটিটি প্ল্যানের কথা বলবো, যার জন্য আপনাকে অন্য প্ল্যানের চেয়ে মাত্র এক টাকা বেশি খরচ করতে হবে।
Jio গ্রাহকদের 1028 টাকা এবং 1029 টাকা দামের দুটি প্রিপেড প্ল্যান অফার করে এবং উভয় প্ল্যানে কিছুটা একইরকম সুবিধা পাওয়া যায়। তবে আপনি যদি এক টাকা বেশি খরচ করে দ্বিতীয় প্ল্যানটি রিচার্জ করেন তাহলে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। আর প্রথম প্ল্যানটি ফুড ডেলিভারি অ্যাপ সুইগির বিশেষ সুবিধা দেয়।
জিও প্ল্যান 1028 টাকা
এই প্ল্যানের বৈধতা 84 দিন এবং এখানে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ ব্যবহারকারীদের মোট 168 জিবি ডেটা অফার করা হয়। এছাড়াও এখানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস পাওয়া যাবে। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড অ্যাপ অ্যাক্সেসের পাশাপাশি গ্রাহকদের তিন মাসের জন্য 600 টাকার সুইগি ওয়ান লাইটের সাবস্ক্রিপশনও দেওয়া হয়।
জিও এই প্ল্যানের সাথে 50 টাকার ক্যাশব্যাক দিচ্ছে এবং গ্রাহকরা পরবর্তী 1028 টাকা প্ল্যান রিচার্জে এই ক্যাশব্যাক কাজে লাগাতে পারবেন।
জিও প্ল্যান 1029 টাকা
আপনি যদি 84 দিনের বৈধতার সাথে এই প্ল্যানটি রিচার্জ করেন, তবে 2 জিবি দৈনিক ডেটা হিসেবে মোট 168 জিবি ডেটা পাবেন। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি, জিও গ্রাহকরা প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। এছাড়া জিও অ্যাপ (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) বিনামূল্যে ব্যবহার করা যাবে। আবার 84 দিনের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
আপনাদের জানিয়ে রাখি, দুটি প্ল্যানই রিচার্জ করলে যোগ্য জিও গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। আপনি যদি অনলাইনে খাবার অর্ডার করেন, তাহলে প্রথম প্ল্যানটি ভালো হবে। তবে ওটিটি সুবিধার জন্য দ্বিতীয় প্ল্যানটি সেরা হবে।
আপনি যদি 84 দিনের বৈধতার সাথে 1029 টাকা প্ল্যানটি রিচার্জ করেন, তবে 2 জিবি দৈনিক ডেটা হিসেবে মোট 168 জিবি ডেটা পাবেন।