Jio-র এই প্ল্যানগুলির সাথে পাওয়া যাচ্ছে অতিরিক্ত ভ্যালিডিটি, রিচার্জ করার আগে জেনে নিন

Jio বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। বর্তমানে সংস্থার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৪ মিলিয়ন (৪৪০ লক্ষ)। Jio...
techgup 18 Aug 2023 2:05 PM IST

Jio বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। বর্তমানে সংস্থার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৪ মিলিয়ন (৪৪০ লক্ষ)। Jio বর্তমানে প্রধানত দুটি পরিষেবা দিচ্ছে, যার মধ্যে রয়েছে ব্রডব্যান্ড এবং জিএসএম।

আজকের প্রতিবেদনে আমরা ব্রডব্যান্ড পরিষেবা অর্থাৎ Jio Fiber সম্পর্কে কথা বলব। আসলে Jio কিছু ব্রডব্যান্ড প্ল্যানের সাথে অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে। এই প্রতিবেদনে আমরা এই Jio Fiber প্ল্যানগুলি নিয়ে বলবো।

জিও ফাইবারের দুটি প্ল্যানের সাথে অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। প্রথম প্ল্যানটি ৬ মাস এবং দ্বিতীয়টি ১২ মাস, যদিও জিও ফাইবারের মাসিক এবং তিন মাসের প্ল্যানও রয়েছে। তবে এগুলির সাথে কোনো বেনিফিট পাওয়া যাবে না।

জিও ফাইবারের সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ৩৯৯ টাকা। এই প্ল্যানটি যদি কেউ ১২ মাসের জন্য রিচার্জ করেন তাহলে ৩০ দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। আবার ৬ মাসের রিচার্জে ১৫ দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। একইভাবে অন্যান্য প্ল্যানগুলিতেও এই অফার প্রযোজ্য।

Show Full Article
Next Story