এই বাজারেও Reliance Jio-র এই 3 সার্ভিস একদম Free! আপনি ফায়দা নিচ্ছেন কি?

২০১৬ সালে সম্পূর্ণ ফ্রি মোবাইল পরিষেবাকে হাতিয়ার করে ভারতের টেলিকম সেক্টরে পা রাখে Reliance Jio। আর ওই সময় থেকেই বদলে...
Anwesha Nandi 11 Jan 2024 2:37 PM IST

২০১৬ সালে সম্পূর্ণ ফ্রি মোবাইল পরিষেবাকে হাতিয়ার করে ভারতের টেলিকম সেক্টরে পা রাখে Reliance Jio। আর ওই সময় থেকেই বদলে যায় সাধারণ মানুষের জীবনযাত্রা – যেখানে অধিকাংশ মোবাইল ইউজার হয়তো সারা মাসে ১ জিবি ডেটা ব্যবহার করতেন, সেখানে Jio-র কারণে সকলেরই রোজ ১ জিবি বা তারও বেশি ডেটা ব্যবহারের অভ্যেস হয়ে যায়। অন্যদিকে অন্যান্য টেলিকম অপারেটরগুলির ব্যবসায় অনেকটাই ভাঁটা পড়ে। যদিও কিছু সময় পর থেকে সংস্থাটি তার সার্ভিসের জন্য চার্জ নিতে শুরু করে বটে, কিন্তু সেই থেকে বর্তমান সময় অবধি প্রিপেইড-পোস্টপেইড সেলুলার নেটওয়ার্ক হোক বা ব্রডব্যান্ড কানেকশন – সমস্ত ক্ষেত্রেই Jio ইউজাররা তুলনামূলক সস্তায় উন্নত এক্সপিরিয়েন্স পেয়ে থাকেন। শুধু তাই নয়, বিশেষ বিষয় হল যে দেশের শীর্ষস্থানীয় এই নেটওয়ার্ক কোম্পানিটি এখনও কাস্টমারদের অনেক পরিষেবা বিনামূল্যে উপভোগ করতে দেয়। যেমন, এই মুহূর্তে Jio কোম্পানির ফোকাস 5G এবং ব্রডব্যান্ডের ওপর, যে কারণে আপনি তাদের তিনটি বহু আলোচিত পরিষেবা একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

শুরুর মতোই এই বাজারেও তিনটি পরিষেবার চার্জ নেয়না Jio

১. আনলিমিটেড 5G ডেটা: জিও কোম্পানি বর্তমানে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই আনলিমিটেড হাইস্পিড ৫জি ডেটা অফার করে। যেসব গ্রাহকরা ২৩৯ টাকা বা তার বেশি অ্যামাউন্টের প্রিপেইড প্ল্যান রিচার্জ করবেন তাঁরা এই সুবিধা পাবেন। তবে এর জন্য অবশ্যই কাছে একটি ৫জি ফোন এবং বসবাসের এলাকায় এই নেটওয়ার্ক উপলব্ধ থাকতে হবে।

২. JioFiber কানেকশন: আপনি যদি কোম্পানির তার ভিত্তিক (ওয়্যারড্) ব্রডব্যান্ড কানেকশন নিতে ওয়াইফাই ইনস্টল করতে চান, তবে কোম্পানির এই পরিষেবাটি ১ টাকা না দিয়েও নেওয়া যেতে পারে। এক্ষেত্রে যেকোনো প্ল্যান একসাথে ৬ মাসের জন্য রিচার্জ করতে হবে।

৩. JioAirFiber কানেকশন: রিলায়েন্স জিও কয়েক সপ্তাহ আগে এই লেটেস্ট পরিষেবা চালু করেছে, যাতে অ্যানুয়াল প্ল্যান রিচার্জ করলে কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবেনা। এটি কোম্পানির ওয়্যারলেস ওয়াইফাই পরিষেবা।

Show Full Article
Next Story