জিও-র জনপ্রিয় ৮৪ দিনের রিচার্জ প্ল্যান, কলিং, আনলিমিটেড ডেটা সহ রয়েছে ওটিটি সাবস্ক্রিপশন
Jio 84 Days Recharge Plan - রিলায়েন্স জিও তাদের ১০২৯ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে দৈনিক ২ জিবি ইন্টারনেট ডেটা হিসেবে মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে।
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। অর্থাৎ কেউ চাইলে ২৮ দিনের, ৫৬ দিনের, ৮৪ দিনের বা ৩৬৫ দিনের প্ল্যান রিচার্জ করতে পারেন। এছাড়া কিছু মাসিক প্ল্যানও আছে। এরমধ্যে ৮৪ দিনের প্ল্যানগুলি জিও-র অধিক জনপ্রিয়। আজ আমরা এই প্রতিবেদনে কোম্পানির একটি ৮৪ দিনের প্রিপেড প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, হাই স্পিড ডেটা, এসএমএস সহ ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আসুন জিও-র এই প্ল্যানের দাম ও সুবিধাগুলি জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিও ১০২৯ টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও তাদের ১০২৯ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে দৈনিক ২ জিবি ইন্টারনেট ডেটা হিসেবে মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। আবার ৮৪ দিনের এই জিও প্ল্যানের সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হবে। সাথে প্রতিদিন ১০০ এসএমএস মিলবে।
এদিকে জিও-র ১০২৯ টাকার প্যাকটি হল একটি ট্রু আনলিমিটেড ৫জি রিচার্জ প্ল্যান। ফলে আপনার এলাকায় সংস্থার ৫জি কানেকশন থাকলে এবং আপনি একটি ৫জি হ্যান্ডসেট ব্যবহার করলে, আনলিমিটেড ৫জি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া জিও-র এই ৮৪ দিনের রিচার্জ প্ল্যানের সাথে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হবে। এখানে ৮৪ দিনের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন মিলবে। সাথে জিও সিনেমা, জিও টিভি ও জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে।
ফলে বলা যায়, জিও-র এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত, যারা একটি প্ল্যানের মধ্যে কলিং, ডেটা, এসএমএস, ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবকিছু চান। এছাড়া যারা প্রতি মাসে রিচার্জের হাত থেকে মুক্তি পেতে চান তারাও জিও-র ১০২৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন।
Jio 84 Days Recharge Plan - রিলায়েন্স জিও তাদের ১০২৯ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে দৈনিক ২ জিবি ইন্টারনেট ডেটা হিসেবে মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে।