সমস্ত Jio গ্রাহকদের জন্য আদর্শ এই সস্তা রিচার্জ প্ল্যানগুলি, রোজ ১ জিবি ডেটা সহ রয়েছে অনেক সুবিধা

সকলেই মূলত নিজেদের পছন্দ অনুযায়ী প্রিপেইড রিচার্জ প্ল্যান ব্যবহার করে থাকেন। একদিকে যেমন কিছু সংখ্যক মানুষ এমন প্ল্যান...
techgup 28 Nov 2022 1:49 PM IST

সকলেই মূলত নিজেদের পছন্দ অনুযায়ী প্রিপেইড রিচার্জ প্ল্যান ব্যবহার করে থাকেন। একদিকে যেমন কিছু সংখ্যক মানুষ এমন প্ল্যান রিচার্জ করেন যাতে প্রতিদিন বেশ অনেকটা ডেটা খরচের সুযোগ পাওয়া যাবে, তেমনি অন্যদিকে আবার কেউ অফুরন্ত ভয়েস কলিংয়ের সাথে রোজ স্বল্প ডেটা খরচের সুবিধা পেলেই খুশি। সেক্ষেত্রে আপনি যদি দ্বিতীয় ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন, তাহলে জানিয়ে রাখি যে, দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio-র পোর্টফোলিওতে ২০০ টাকার রেঞ্জে এরকম বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান মজুত রয়েছে, যাতে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই প্ল্যানগুলি সাশ্রয়ী মূল্যের রিচার্জ বিকল্প সন্ধানকারীদের জন্যও যথেষ্ট উপযোগী হতে পারে। এখন চলুন, প্ল্যানগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Reliance Jio-র ২০৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

জিও-র ২০৯ টাকার প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এতে ব্যবহারকারীদের প্রতিদিন ১ জিবি বা মোট ২৮ জিবি ডেটা খরচের সুযোগ দেওয়া হয়েছে। তবে হাই-স্পিড এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএসে নেমে আসবে। এছাড়া, এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধাও উপলব্ধ রয়েছে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে গ্রাহকরা এই প্ল্যানের সাথে পাবেন JioTV, JioCinema, JioCloud ও JioSecurity অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

Reliance Jio-র ১৭৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

২৪ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানটি গ্রাহকদের দৈনিক ১ জিবি ডেটা খরচ, ১০০ টি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা প্রদান করে। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ২৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। তবে এফইউপি ডেটা সীমা নিঃশেষিত হলে নেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানে JioSecurity, JioCinema, JioTV, এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাবেন ইউজাররা।

Reliance Jio-র ১৪৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

এই প্ল্যানটির ভ্যালিডিটি ২০ দিন। এতে প্রতিদিন ১ জিবি ডেটা, অফুরন্ত ভয়েস কল এবং দৈনিক ১০০ টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ২০ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। তবে এফইউপি ডেটা লিমিট শেষ হয়ে গেলে নেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। উপরন্তু, অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে JioCinema, JioSecurity, JioTV, এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

Show Full Article
Next Story
Share it