৯৯৯ টাকার JioBharat ফোনের বিরাট সাফল্য, 5G লঞ্চের পর ফুলে ফেঁপে উঠছে Jio
সম্প্রতি Reliance Jio ঘোষণা করেছে তাদের JioBharat ফিচার ফোন দেশের ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ২জি ব্যবহারকারীর একটি বড় অংশ...সম্প্রতি Reliance Jio ঘোষণা করেছে তাদের JioBharat ফিচার ফোন দেশের ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ২জি ব্যবহারকারীর একটি বড় অংশ দখল করেছে। রিলায়েন্স জিও-এর প্রেসিডেন্ট কিরণ থমাস বলেছেন যে, প্রাথমিক সাফল্য লাভের পর তারা জিও ভারত ফোনের ডিস্ট্রিবিউশন বৃদ্ধির দিকে বেশি নজর দিচ্ছে। তিনি Reliance Jio-এর গ্রাহক প্রতি গড় আয় (ARPU) বৃদ্ধি, গ্রাহক সংখ্যা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর প্রথম ত্রৈমাসিকের উপার্জন নিয়েও কথা বলেছেন।
JioBharat ফোনের জন্য ইকোসিস্টেম তৈরি
থমাস বলেন যে, "সংস্থাটি একটি ইকোসিস্টেম তৈরি করছে। সেই কারণে তারা জিও ভারত ফিচার ফোনটি ডেভেলপ করার সার্বজনীন ব্যবহৃত ওপেন জিও ভারত প্ল্যাটফর্ম তৈরি করে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কার্বন সহ অন্যান্য সংস্থা ফিচার ফোন তৈরি করবে। ফলে এই প্ল্যাটফর্ম আরও জনপ্রিয় হয়ে উঠবে।"
JioBharat ফোনের দাম ১০০০ টাকার কম রাখা কোম্পানির একটি ইউনিক স্ট্র্যাটিজি
থমাস জানিয়েছেন, জিও একটি 'ইউনিক গো টু মার্কেট স্ট্র্যাটিজি' গ্রহণ করেছে, যার জন্য কোম্পানি বাজারে ফোনটি ১০০০ টাকার কমে সরবরাহ করতে পারছে।
JioBharat 4G ফোনের দাম ও স্পেসিফিকেশন
জিওর এই ফোনটি একটি ফিচার ফোন, যার দাম ৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোনে JioPay-এর মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন, জিও সাভান থেকে বিনামূল্যে মিউজিক স্ট্রিমিং করতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা বিনামূল্যে জিও সিনেমা ওটিটি অ্যাপ্লিকেশন উপভোগ করার সুযোগ পাবেন।
5G গ্রাহক ক্রমাগত বেড়ে চলেছে
থমাস আরও জানিয়েছেন যে, গত বছর অক্টোবরে এই টেলিকম অপারেটরটি 5G নেটওয়ার্ক রোলআউট করার পর থেকে সাবস্ক্রাইবারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তিনি বলেন “ আমরা যখন গত বছরের শেষ দিকে 5G রোলআউট শুরু করি, তখন ৫.৩ মিলিয়ন (৫৩ লাখ) গ্রাহক পাই, তারপরে তা বেড়ে ৬.৫ মিলিয়নে (৬৫ লাখ ) পৌঁছেছে এবং এখন আমরা ১০ মিলিয়ন (১কোটি) গ্রাহক পেয়েছি।”
Airtel-এর তুলনায় Jio গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে
থমাস আরো জানান, “ আপনি এটা এমন সময় দেখছেন যখন বাকি কোম্পানিগুলি প্রায় ৩.৭ % হ্রাসের সম্মুখীন হয়েছে, তবে Jio-র গ্রাহক সংখ্যা বছরে প্রায় ৭ % বৃদ্ধি পেয়েছে৷ আপনি যদি পোর্ট-ইনের সংখ্যা দেখেন, তাহলে বুঝতে পাবেন আমাদের নিকটতম প্রতিযোগীর তুলনায় প্রায় আড়াই গুণ পোর্ট-ইন আমাদের দলে ভিড়েছে।"
Jio-এর মোট গ্রাহক সংখ্যা
থমাস বলেছেন, ৩০ জুন পর্যন্ত রিলায়েন্স জিওর মোট গ্রাহক সংখ্যা ছিল ৪৪৮.৫ মিলিয়ন (৪৪ কোটি ৮৫ লক্ষ)।
Jio-এর ARPU বৃদ্ধি
Jio-এর অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ১৭৮.৮ টাকা থেকে বেড়ে ১৮০.৫ টাকা হয়েছে। আগের তুলনায় অনেক বেশি সাবস্ক্রাইবার, ডেটা খরচ বৃদ্ধির জন্য কোম্পানির এই উন্নতি বলে জানিয়েছেন তিনি।