মাত্র 51 টাকা থেকে 5G আনলিমিটেড ডেটার মজা, এই তিন প্ল্যান রিচার্জে রয়েছে সুবিধা

4G ব্যবহারকারীরা 51 টাকার আপগ্রেড প্ল্যান রিচার্জ করলে 3GB অতিরিক্ত ডেটা পাবেন, যা অ্যাক্টিভ প্ল্যানের মতোই বৈধতা দেয়। এছাড়াও যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা পাবেন।

Puja Mondal 19 Dec 2024 12:13 PM IST

টেলিকম অপারেটর Reliance Jio বিভিন্ন দামের প্রিপেড প্ল্যান অফার করছে। এর মধ্যে কিছু প্ল্যানের সাথে যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটার সুবিধা দেওয়া হয়। যদিও আপনি যদি নির্বাচিত ওই প্ল্যানগুলি রিচার্জ নাও করেন, তাহলেও আনলিমিটেড 5G ডেটা পেতে পারেন। কারণ Jio কিছু ট্রু আনলিমিটেড আপগ্রেড প্ল্যানও নিয়ে এসেছে। এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 51 টাকা থেকে।

Jio এই মুহূর্তে তিনটি আনলিমিটেড আপগ্রেড প্ল্যান রিচার্জের সুবিধা দেয় এবং এদের বৈধতা গ্রাহকদের বর্তমান সক্রিয় প্ল্যানের সমান। অর্থাৎ, আপনার বর্তমান প্ল্যানের মেয়াদ যদি আগামী 84 দিন থাকে, তাহলে আপগ্রেড প্ল্যান রিচার্জ করার পর 84 দিন আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানগুলি 4G গ্রাহকদের জন্য ডেটা বুস্টার হিসাবেও কাজ করে।

51 টাকার আপগ্রেড প্ল্যান

4G ব্যবহারকারীরা এই প্ল্যান রিচার্জ করলে 3GB অতিরিক্ত ডেটা পাবেন, যা অ্যাক্টিভ প্ল্যানের মতোই বৈধতা দেয়। এছাড়াও যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা পাবেন।

101 টাকার আপগ্রেড প্ল্যান

প্ল্যানটি রিচার্জ করলে 4G গ্রাহকদের 6GB অতিরিক্ত ডেটা দেওয়া হয় এবং এর মেয়াদ বর্তমান অ্যাক্টিভ প্ল্যানের মতোই। আর আপনার যদি 5G ফোন থাকে এবং এই অঞ্চলে Jio এর 5G পরিষেবা উপলব্ধ থাকে তবে আপনি আনলিমিটেড 5G ডেটা পাবেন।

151 টাকার আপগ্রেড প্ল্যান

সবচেয়ে ব্যয়বহুল আপগ্রেড প্ল্যানটির মূল্য 151 টাকা এবং সক্রিয় প্ল্যান পর্যন্ত এটির ভ্যালিডিটি থাকবে। এছাড়া আপনি আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। এছাড়া 4G গ্রাহকদের দেওয়া হচ্ছে 9GB ডেটা।

Show Full Article
Next Story