Jio True 5G: আরও ছড়িয়ে গেল জিও ৫জি নেটওয়ার্ক, এখন দেশের মোট ৩৬৫টি শহরে মিলবে পরিষেবা
চলতি ২০২৩ বছরের মধ্যে ভারতের সমগ্র ২২টি টেলিকম সার্কেলে 5G পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে Reliance Jio। আর এই...চলতি ২০২৩ বছরের মধ্যে ভারতের সমগ্র ২২টি টেলিকম সার্কেলে 5G পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে Reliance Jio। আর এই পরিকল্পনা পূরণে যে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি চেষ্টার কোনো ত্রুটি রাখছে না, তা তাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকেই আরও একবার স্পষ্ট হয়ে গেল। আসলে গত অক্টোবরে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকেই, দেশের বিভিন্ন জায়গায় এই পরিষেবা ছড়িয়ে দিচ্ছে Jio, স্বল্প কয়েকদিন আগেই তারা দেশের ২৭টি শহরে Jio True 5G নেটওয়ার্ক চালু করেছে। তবে এখানেই থেমে না থেকে সংস্থাটি এবার ১০টি কেন্দ্রশাসিত অঞ্চল তথা আরও ৩৪টি শহরে এই নেটওয়ার্ক চালু করল। ফলত, এই মুহূর্তে দেশের মোট ৩৬৫টি শহরে এখন লাইভ Jio True 5G। কিন্তু ঠিক কোন কোন জায়গায় সদ্য পা রাখল 5G? আসুন জেনে নিই।
এই সমস্ত শহরে সম্প্রতি 5G সার্ভিস চালু করেছে Jio
জিও বর্তমানে প্রথম টেলিকম কোম্পানি, যারা দেশের বেশিরভাগ শহরে ৫জি পরিষেবা অফার করে। সেক্ষেত্রে সম্প্রতি যে সমস্ত জায়গায় এই নেটওয়ার্ক উপলব্ধ হয়েছে, সেগুলি হল
১. অন্ধ্রপ্রদেশের অমলাপুরম্, ধর্মভারম্, কাভালি, তানুকু, টুনি, ভিনুকোন্ডা।
২. হরিয়ানার ভিওয়ানি, জিন্দ, কইথাল, রেবাড়ি।
৩. হিমাচলপ্রদেশের ধর্মশালা, কাংগড়া।
৪. জম্মু ও কাশ্মীরের বারামুল্লা, কাঠুয়া, কাটরা, সোপোর।
৫. কর্ণাটকের হাভেরি, কারওয়ার, রানেবেন্নুর।
৬. কেরালার আত্তিংগাল।
৭. মেঘালয়ের তুরা।
৮. ওড়িশার ভবানীপাটনা, জাটানি, খোরধা, সুন্দরগড়।
৯. তামিলনাড়ুর আম্বুর, চিদাম্বরম, নামাক্কল, পুদুক্কোট্টাই, রামানাথপুরম, শিবাকাশী, তিরুচেনগোডম।
১০. তেলেঙ্গানার সূর্যপেট।
এই শহরগুলি এখন পাবে ১ জিবিপিএস ইন্টারনেট স্পিড
উল্লিখিত ৩৪টি শহরে জিও ট্রু ৫জি নেটওয়ার্ক চালু করতে পেরে সংস্থাটি অত্যন্ত গর্ব প্রকাশ করেছে। এক্ষেত্রে, এই শহরগুলির জিও সিম ব্যবহারকারীরা 'জিও ওয়েলকাম অফার' (Jio Welcome Offer)-এর অধীনে কোনো অতিরিক্ত রিচার্জ খরচ ছাড়াই ১ জিবিপিএসেরও বেশি স্পিডে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন, তবে এর জন্য থাকতে হবে ৫জি সাপোর্টেড স্মার্টফোন।